ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউর ডেন্টাল অনুষদের ডিন নির্বাচিত হলেন অধ্যাপক গাজী শামীম

প্রকাশিত: ০৫:২১, ১ নভেম্বর ২০১৬

বিএসএমএমইউর ডেন্টাল অনুষদের ডিন নির্বাচিত হলেন অধ্যাপক গাজী শামীম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডেন্টাল অনুষদের ডিন নির্বাচিত হয়েছেন অর্থোডনটিকস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ গাজী শামীম হাসান। এছাড়া আগামী ২ বছরের জন্য মেডিসিন অনুষদে প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল্লাহ, সার্জারি অনুষদে নিউরো সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এবং বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ও বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ডাঃ এম ইকবাল আর্সলান পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিন নির্বাচিত হয়েছেন। ডেন্টাল অনুষদের নির্বাচন সোমবার বিএসএমএমইউর ডাঃ মিল্টন হলে অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। দুপুর ১২টায় ডিন নির্বাচন ২০১৬-এর ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান। এ সময় উপস্থিত ছিলেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। উল্লেখ্য, বর্তমানে ডেন্টাল অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন কনজারভেটিভ ডেনট্রিস্টি এ্যান্ড এন্ডোডনটিকস বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ শামসুল আলম।- বিজ্ঞপ্তি
×