ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রযোজনায় মুকুল মজুমদার

প্রকাশিত: ০৪:১৬, ১ নভেম্বর ২০১৬

প্রযোজনায় মুকুল মজুমদার

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের অন্যতম সাংস্কৃতিক প্রতিভা ও প্রযোজক মুকুল মজুমদার। জন্ম নারায়ণগঞ্জে। বাবা যদু মজুমদার, মা হেনা মজুমদার। ছোট বেলা থেকেই সংস্কৃতি অঙ্গনের প্রতি তার ভাল লাগা। সেই ভাললাগা থেকেই ভালবাসার জন্ম। এরই ধাবাহিকতায় স্থানীয় বিভিন্ন সংগঠনের হয়ে বেশ কিছু মঞ্চ নাটকেও অভিনয় করেন। নারায়ণগঞ্জ স্বর্ণশিল্পী সমিতির সাধারণ সম্পদাক মুকুল মজুমদার সংস্কৃতি অঙ্গনের প্রতি দুর্বলতার কারণে সম্প্রতি নাটক প্রযোজনার কাজ শুরু করেছেন। এর মধ্যেই তার নিজের প্রযোজনায় ‘প্রিয় প্রতিপক্ষ’ নামে একটি নাটক এটিএন বাংলায় প্রচারের পর আলোচনায় আসেন তিনি। প্রসূন রহমানের রচনা এবং মনন আসাদের পরিচালনায় নাটকে অভিনয় করেন- জাকিয়া বারি মম, নাঈম, মনিরা মিঠু, সুমন আচার্য্য, তৃষা, অপু, আরিয়ানসহ অনেকে।। তাছাড়া মুকুল মজুমদার ২টি মেগা সিরিয়ালের কাজ শুরু করছেন। একটি টেলিফিল্ম এবং একটি খ- নাটকও নির্মাণ করবেন তিনি। এ প্রসঙ্গে প্রযোজক মুকুল মজুমদার জানান, বর্তমানে দেশের বিভিন্ন সমস্যাকে নাটকের মাধ্যমে তুলে ধরে সমাজ সচেতনতায় ভূমিকা রাখতে চান তিনি। তার প্রযোজিত নাটকগুলোতে দর্শকরা বিনোদনের পাশাপাশি বিভিন্ন ধরনের ম্যাসেজ পাবেন। তিনি বলেন, দর্শকদের বাংলা নাটক এবং বাংলা চলচ্চিত্রে বেশি বেশি দেখার আহ্বান জানাই। কারণ আমাদের সংস্কৃতি আমাদের সম্পদ। তাই এই সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদেরই। এদিকে নাটক প্রযোজনার পাশাপাশি একজন ভায়োলীন বাদক হিসেবেও স্থানীয়দের কাছে পরিচিতি আছে মুকুলের। তবে ইচ্ছে থাকলেও সুযোগের অভাবে মঞ্চে নিয়মিতভাবে পরিবেশন করা হয়না। এছাড়া একজন কারুশিল্পী হিসেবে সুখ্যাতি আছে তার। তার তৈরি বিভিন্ন মাটির তৈজসপত্র দেশের পাশাপাশি বিদেশেও রফতানি হয়। মুকুল মজুমদার ভাল ভাল নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্র প্রযোজনার মাধ্যমে দেশের সংস্কৃতি অঙ্গনে ভূমিকা রাখবেন সেই প্রত্যাশা সংশ্লিষ্টদের। তার জন্য শুভ কামনা।
×