ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মিলন-মৌয়ের ‘রাত আঁধারী’

প্রকাশিত: ০৪:১৪, ১ নভেম্বর ২০১৬

মিলন-মৌয়ের ‘রাত আঁধারী’

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুরের খতিব খামারবাড়িতে আজ থেকে শূটিং শুরু হচ্ছে আনিসুর রহমান মিলন ও অভিনেত্রী নাজিরা আহমেদ মৌ জুটির নতুন নাটক ‘রাত আঁধারী’। এক ঘণ্টার এই নাটকের মূল গল্প ভাবনা আসিফ মোঃ নজরুলের। গল্পের নাট্যরূপ দিয়েছেন হানিফ পালোয়ান ও আসিফ মোঃ নজরুল। সৃষ্টি এন্টারটেইনমেন্ট প্রেজেন্টসের ব্যানারে নির্মিতব্য নাটকটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা সুমন রেজা। নাটকে মিলন এবং মৌ ছাড়াও আরও অভিনয় করছেন জিদান সরকার, শেলী আহসান, আসিফ মো: নজরুল, হানিফ পালোয়ান, আঃ হক, মঈন আহমেদ প্রমুখ। নাটকে মফস্বল চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। আর নাজিরা মৌকে দেখা যাবে প্রেমিকের হাত ধরে পালাতে গিয়ে এক আশ্রিতা চরিত্রে। নাটকে তার নাম শিলা। ‘রাত আঁধারী’ নাটক প্রসঙ্গে নাজিরা আহমেদ মৌ বলেন, চমৎকার একটি গল্পের নাটক হতে যাচ্ছে এটি। নাটকে এক রাতের কাহিনী এবং এক পোশাকের চরিত্র আমার। নাটকে প্রেমিকের হাত ধরে পালাতে গিয়ে বিপদের সম্মুখীন হই। তখন মিলন ভাইয়ের সঙ্গে দেখা হয়। তিনি তার বাড়িতে আমাকে আশ্রয় দেন। সেখানে কিছু নাটকীয়তা তৈরি হয়। মিলনের সঙ্গে কাজ করা প্রসঙ্গে মৌ বলেন, আমি মিলন ভাইয়ের সঙ্গে এর আগে প্রায় ১৫টির মতো নাটক ও টেলিফিল্মে কাজ করেছি। তিনি চমৎকার একজন সহশিল্পী। তার সঙ্গে কাজ করতে বরাবরই ভাল লাগে। নাটকের পরিচালক সুমন রেজা বলেন, গতানুগতিক ভাবনার বাইরে গিয়ে একটু ভিন্ন গল্পের নাটকটি নির্মাণ করতেই পছন্দ করি আমি। এটিও সেই ধরনের নাটক হবে। আশা করি এই নাটকটিও দর্শকদের ভাল লাগবে।
×