ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খুলনায় আজ থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী আয়কর মেলা

প্রকাশিত: ০৪:১২, ১ নভেম্বর ২০১৬

খুলনায় আজ থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী আয়কর মেলা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় আজ মঙ্গলবার থেকে সাত দিনব্যাপী আয়কর মেলা শুরু হচ্ছে। কর অঞ্চল খুলনা নগরীর বয়রাস্থ কর ভবন প্রাঙ্গণে ১ থেকে ৭ নবেম্বর পর্যন্ত এই আয়কর মেলা আয়োজন করেছে। এ উপলক্ষে আজ সকালে আয়কর মেলা প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ মিজানুর রহমান মিজান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে সপ্তাহব্যাপী এ মেলা প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। মেলায় করদাতাগণ তাঁদের আয়কর রিটার্ন জমা দিতে এবং মেলা প্রাঙ্গণে স্থাপিত সোনালী ও জনতা ব্যাংকের বুথে তাঁদের আয়কর জমা দিতে পারবেন। ই-টিআইএন রেজিস্ট্রেশন বুথে প্রয়োজনীয় তথ্য প্রদান সাপেক্ষে নতুন করদাতাগণ ই-টিআইএন রেজিস্ট্রেশন এবং বর্তমান করদাতাগণ রি-রেজিস্ট্রেশন করতে পারবেন। মেলায় মহিলা, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য পৃথক বুথের ব্যবস্থা রয়েছে। করদাতাদের রিটার্ন পূরণে সহায়তা করার জন্য মেলায় ‘হেলপ ডেস্ক’ থাকবে। এছাড়াও খুলনা কর অঞ্চলের আওতাধীন খুলনা বিভাগের নয়টি জেলা শহরে ১-৭ নবেম্বরের মধ্যে যে কোন চার দিনব্যাপী এবং নওয়াপাড়া, ঝিকরগাছা, মংলা, সাতক্ষীরার কালীগঞ্জ, ভেড়ামারা ও ঝিনাইদহের কালিগঞ্জ এ ছয়টি উপজেলায় দুই দিনব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু আজ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু হচ্ছে আজ মঙ্গলবার। নগরীর জিইসি কনভেনশন হলে মেলা উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আয়কর বিষয়ক শিক্ষা, করবান্ধব পরিবেশ সৃষ্টি, কর বিষয়ে ভীতি দূর করা এবং করের সঙ্গে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং কর প্রদানে নাগরিকদের উৎসাহিত করাই এই মেলার লক্ষ্য। এই মেলার প্রতি সাধারণ মানুষের আগ্রহ প্রতিনিয়ত বাড়ছে। চট্টগ্রামের চারটি কর অঞ্চলের (১, ২, ৩ ও ৪) যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও কর আপিল অঞ্চলের কমিশনার মাহবুব হোসেন জানান, ২০০৮ সাল থেকে আয়কর দিবস উদযাপন এবং ২০১০ সাল থেকে আয়কর মেলার আয়োজন শুরু হয়েছে। এতে জনগণের মধ্যে সচেতনতা বেড়েছে।
×