ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তদন্ত কমিটি গঠনে দরপতনে ডরিন পাওয়ার

প্রকাশিত: ০৪:১০, ১ নভেম্বর ২০১৬

তদন্ত কমিটি গঠনে দরপতনে ডরিন পাওয়ার

অর্থনৈতিক রিপোর্টার ॥ ডরিন পাওয়ার জেনারেশনের শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ খবরে সোমবারের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর হারানোর সর্বোচ্চ ১০ কোম্পানির তালিকায় চলে এসেছে কোম্পানিটি। এদিন কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৯.৫৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রবিবার ডরিন পাওয়ারের শেয়ারের সমাপনী মূল্য ছিল ১২৩.৭ টাকা। সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ১১১.৯ টাকায়। এদিন কোম্পানিটির শেয়ার ১১১.৪ টাকা থেকে সর্বোচ্চ ১১৯.৯ টাকায় লেনদেন হয়। এর আগে ১৬ অক্টোবর ডরিন পাওয়ারের শেয়ারদর ছিল ৭০.১ টাকা, যা ৫৩.৬ টাকা বা ৭৬.৪৬ শতাংশ বেড়ে ৩০ অক্টোবর লেনদেন শেষে ১২৩.৭ টাকায় দাঁড়ায়। শেয়ারের এ দর বৃদ্ধিকে অস্বাভাবিক মনে করে ৩০ অক্টোবর বিএসইসি তদন্ত কমিটি গঠন করে। এক্ষেত্রে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- বিএসইসির উপ-পরিচালক মোঃ শামসুর রহমান ও মোস্তারি জাহান। কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
×