ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সবুজ চোখের সেই আফগান মেয়েটি ছাড়া পাচ্ছে

প্রকাশিত: ০৪:০৯, ১ নভেম্বর ২০১৬

সবুজ চোখের সেই আফগান মেয়েটি ছাড়া পাচ্ছে

ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিনের প্রচ্ছদে ছবি প্রকাশের পর রাতারাতি জগতজুড়ে খ্যাতি পাওয়া সবুজ চোখের সেই আফগান মেয়েটিকে অবশেষে জেল থেকে ছাড়াবার একটা ব্যবস্থা হয়েছে। ভুয়া কাগজপত্র নিয়ে পাকিস্তানে বসবাসের দায়ে তাকে কয়েক দিন আগে কারাগারে পাঠানো হয়েছিল। শরণার্থী শিশু হিসেবে প্রচ্ছদে ছাপা শরবত গুলার সেই সবুজ শিকারি চোখ মানুষকে যেন তাড়া করে বেড়িয়েছে বহুদিন। তার মাতৃভূমি আফগানিস্তানের যুদ্ধ থেকে পালিয়ে বাঁচতে জাল কাগজপত্র সংগ্রহ করে পাকিস্তানে তিনি বসবাস করছিলেন। কিন্তু জাল কাগজপত্র ধরা পড়ে যাওয়ায় শরবত গুলাকে গ্রেফতার করে পুলিশ। তার সেই গ্রেফতার হওয়ার খবর রটে যায় বিশ্ব মিডিয়ায়। এরপরই তার ভাগ্য যেন খানিকটা প্রসন্ন হলো। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খান নিজে বলেছেন, নারী হিসেবে শরবত গুলার কেসটা আবারও তিনি রিভিউ করবেন এবং মানবিক দিক থেকে এটিকে বিবেচনা করবেন। আর চৌধুরী নাসির আলী খান বলেছেন, যত দ্রুত সম্ভব পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির উচিত এই নারীর জামিন মঞ্জুর করা। -বিবিসি মশা দিয়েই মশা নিধন... প্রতিবছর মশার কামড়ে জিকা, ডেঙ্গু ও পিত্তজ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাজার হাজার লোকের মৃত্যু হয়। এখন থেকে টেস্টটিউব মশা দিয়েই জীবাণু বহনকারী মশা নিধন করা হবে। টেস্টটিউব পদ্ধতিতে জন্মানো মশাগুলো জিনগতভাবে ত্রুটিপূর্ণ ও রোগাক্রান্ত। বিশ্বের প্রথম ও সবচেয়ে বড় টেস্টটিউব মশা জন্মানো হয় ব্রাজিলের সাও পাওলোর পিরাসিকায়। -সিএনএন শিক্ষার তহবিল সংগ্রহে শিশু! ঘানার পূর্বাঞ্চলের ছোট্ট শিশু জেইক এখন তার দেশের শিক্ষা তহবিল সংগ্রহে পরিচিত মুখ। শিশুদের ছবির মতো শিল্প নিয়ে কাজ করতে গিয়ে গম্ভীর মুখের জেইকেরও ছবি তোলা হয়। মোটা গালের ছোট্ট বালক ও গম্ভীর অভিব্যক্তির কারণে সে প্রতীকী চরিত্রে পরিণত হয়। সেই শিশুটিই পুরো গ্রামের লেখাপড়া করার বড় রকমের উপায় হয়ে দাঁড়িয়েছে। সব শিশুর জন্য পেন্সিল কেনার তহবিল গঠন করে সাহায্য করতে আহ্বান জানানোর প্রথমদিনেই দুই হাজার ডলার জমা হয়। -বিবিসি।
×