ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অতিবৃষ্টিতে ফসলের ক্ষতি

মহারাষ্ট্রে দশ মাসে ৮৩৮ কৃষকের আত্মহত্যা

প্রকাশিত: ০৪:০৮, ১ নভেম্বর ২০১৬

মহারাষ্ট্রে দশ মাসে ৮৩৮ কৃষকের আত্মহত্যা

ভারতের মহারাষ্ট্র রাজ্যের জেলা মারাথওয়াড়া। সেখানে এ বছর বর্ষার সময় তুলনামূলক ভালই বৃষ্টি হয়েছে। এরপরও জেলাটিতে জুন থেকে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত আত্মহত্যায় অন্তত ৩৪২ কৃষকের প্রাণ গেছে। বিষয়টি হতবাক করেছে সরকারী কর্র্তৃপক্ষকে। বছরের শুরু থেকে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত মারাথওয়াড়ায় অন্তত ৮৩৮ কৃষক আত্মহত্যার পথ বেছে নেন। এই হার গত বছরের তুলনায় কিছুটা বেশি। গত বছর একই সময়ে ৭৭৮ কৃষক আত্মহত্যা করেছিলেন। মারাথওয়াড়ার আট এলাকার মধ্যে বিডে জুন-অক্টোবর সময়ে সবচেয়ে বেশি ৯৩ কৃষকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। এরপরে রয়েছে নানদিদ ও ওসমানাবাদের অবস্থান। এসব স্থানের প্রত্যেকটিতে ৫৮ কৃষক আত্মহত্যা করেছেন। কৃষকদের চরম পন্থা বেছে নেয়ার কারণ এখনও সুস্পষ্ট নয়। সরকারী কর্তৃপক্ষ বলছে, অতীতে কৃষি সঙ্কট, কৃষকদের করুণ আর্থিক অবস্থা ও ঋণ পরিশোধে তাদের অক্ষমতার কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মহত্যা করা কৃষকদের পরিবার ক্ষতিপূরণ পাওয়ার দাবি রাখে কি না, রাজস্ব বিভাগ সেজন্য বর্তমানে এসব পরিপ্রেক্ষিত খতিয়ে দেখছে। বিডের বাসিন্দা ডেপুটি কালেক্টর চন্দ্রকান্ত সূর্যবংশী স্বীকার করেন, ভাল বৃষ্টিপাত সত্ত্বেও কৃষকদের আত্মহত্যার ঘটনায় সরকারী কর্তৃপক্ষ হতবিহ্বল। তিনি বলেন, ‘২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে কৃষকদের আত্মহত্যার সংখ্যা বেশি ছিল এবং তীব্র পানি সঙ্কট ছিল এর কারণ। তবে আমরা ধারণা করেছিলাম আত্মহত্যার সংখ্যা এ বছর কমে আসবে। মারাথওয়াড়ার আওরঙ্গবাদে চার মাসে শুধু স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে। এর অপর সাত এলাকায় এবার অতিরিক্ত বৃষ্টি হয়েছে। লাতুর (১,১০০ মিমি.) ও নানদিনে (১,০৯৪ মিমি.) বেশ ভাল বৃষ্টি হয়েছে। এরপরও সেখানে কৃষকদের আত্মহত্যার হার হ্রাস পাচ্ছে না। কৃষি কর্মী জয়সি সূর্যবংশী বলেন, মারাথওয়াড়ার সয়াবিন চাষের এলাকায় আত্মহত্যার ঘটনা বেশি। তিনি বলেন, ‘অতি বৃষ্টির কারণে মারাথওয়াড়ার প্রায় অর্ধেক এলাকায় বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হয়। এতে সয়াবিনসহ মৌসুমী ফসলের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে।’ প্রাথমিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, অতি বৃষ্টির কারণে মারাথওয়াড়ার ১৫ লাখ হেক্টর কৃষি জমির ফসলের ক্ষতি হয়েছে। -টাইমস অব ইন্ডিয়া
×