ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিনেটে ডেমোক্র্যাট নেতার অভিযোগ ;###;ট্রাম্প মাত্র ১ পয়েন্ট পিছিয়ে ;###;হিলারির ই-মেইল পরীক্ষা করার অনুমতি পেল তদন্ত ব্যুরো

আইন ভঙ্গ করেছে এফবিআই

প্রকাশিত: ০৪:০৭, ১ নভেম্বর ২০১৬

আইন ভঙ্গ করেছে এফবিআই

হোয়াইট হাউসের জন্য প্রতিদ্বন্দ্বিতায় রবিবার ডেমোক্র্যাটিক প্রার্থী ও রিপাবলিকান প্রার্থীর মধ্যে ব্যবধান উল্লেখযোগ্য হারে কমে এসেছে। হিলারির ই-মেইল তদন্তে এফবিআইর উদ্যোগ ভোটারদের মধ্যে বেশ প্রভাব ফেলেছে বলে ধারণা করা হয়েছে। ভোটের ঠিক নয় দিন আগে এসে হিলারি ক্লিনটন যখন তার ই-মেইল নিয়ে নতুন করে এফবিআইয়ের তদন্তের ঝক্কি ঝামেলা ঝেরে ফেলতে চাইছেন তখন ডোনাল্ড ট্রাম্প পশ্চিমের অঙ্গরাজ্যগুলোতে ঝটিকা সফর সেরেছেন। খবর এএফপি, ইয়াহু নিউজ ও বিবিসির। এনবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্টের জনমত জরিপে রবিবার দেখা গেছে, ডেমোক্র্যাটিক প্রার্থী তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থীর চেয়ে মাত্র ১ পয়েন্ট এগিয়ে রয়েছেন। হিলারির পক্ষে রয়েছে ৪৬ শতাংশ ও ট্রাম্পের পক্ষে রয়েছে ৪৫ শতাংশ ভোটার। এদিকে এফবিআই হিলারির ব্যক্তিগত সার্ভার সংশ্লিষ্ট পাওয়া নতুন ই-মেইল খতিয়ে দেখতে পরোয়ানা হাতে পেয়েছে। তবে মার্কিন সিনেটের ডেমোক্র্যাটিক পার্টির নেতা হ্যারি রিড এফবিআই পরিচালক জেমস কোমির বিরুদ্ধে নির্বাচনকে প্রভাবিত করতে আইন ভঙ্গের অভিযোগ করেছেন। রিড রবিবার কোমিকে পাঠানো এক চিঠিতে বলেন, তিনি হ্যাচ এ্যাক্ট ভঙ্গ করেছেন। যে আইন নির্বাচনকে প্রভাবিত করতে ফেডারেল সরকারের অবস্থান কাজে লাগানোকে নিষিদ্ধ করেছে। নেভাদার এই সিনেটর কোমির উদ্দেশে বলেন, আপনার পক্ষপাতমূলক কর্মকা-ের মাধ্যমে সম্ভবত আপনি আইন ভঙ্গ করেছেন। তিনি কোমির বিরুদ্ধে রিপাবলিকান প্রার্থী ও রুশ সরকারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের বিস্ফোরক তথ্য প্রকাশ না করারও অভিযোগ করেন। এর আগে রিয়েল ক্লিয়ার পলিটিকসের শনিবার প্রকাশিত জরিপের ফলে দেখা যায়, হিলারি সারাদেশে ট্রাম্পের চেয়ে ৩ দশমিতক ৯ শতাংশ পয়েন্ট এগিয়ে। আগে এই ব্যবধান ছিল ৭ দশমিক ১ পয়েন্ট। এর আগে শুক্রবার ওয়াশিংটন পোস্ট ও এনবিসি নিউজের জাতীয় জরিপে দেখা যায়, হিলারি ট্রাম্পের চেয়ে মাত্র দুই শতাংশ পয়েন্ট এগিয়ে। জরিপে বেরিয়ে এসেছে, অতিরিক্ত আত্মবিশ্বাস ডেমোক্র্যাটিক প্রার্থীর জন্য লাভের চেয়ে ক্ষতি ডেকে আনছে বেশি। গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ফ্লোরিডায় মার্কিন ধনকুবেরকে অবশ্যই জিততে হবে। ট্রাম্প সেখানে সেপ্টেম্বরে এক পয়েন্ট পিছিয়ে ছিলেন। এখন তিনি সেই ঘাটতি পূরণ করে চার পয়েন্টের লিড নিয়েছেন। নিউইয়র্ক টাইমস আপশট ও সিয়েনা কলেজ রিসার্চ ইনস্টিটিউট পরিচালিত জরিপে এ তথ্য জানা গেছে। ৬৯ বছর বয়সীর সাবেক পররাষ্ট্রমন্ত্রী রবিবার জোর প্রচার চালান। তিনি এদিন ফ্লোরিডা মায়ামি ও লওডেরডেলে পাঁচটি স্থানে নির্বাচনী প্রচারে ক্ষোভ প্রকাশ করেন। এই অঙ্গরাজ্যে তার দুদিনের সফরের বড় উদ্দেশ্য ছিল আগাম ভোটের প্রতি উৎসাহ দেয়া। তিনি বলেন, রেকর্ড ২০ কোটি মার্কিন ভোট দিতে নিবন্ধন সম্পন্ন করেছে। যাদের মধ্যে দুই কোটি লোক ইতোমধ্যে ভোট দিয়েছে। তবে এফবিআই পরিচালক জেমস কোমি শুক্রবার জানান, তার সংস্থা হিলারির ব্যক্তিগত সার্ভারে নতুন পাওয়া কিছু ই-মেইল পর্যালোচনা দেখছে। এতে হিলারির নির্বাচনী শিবিরকে বেশ ধকল পোহাতে হয়। ডেমোক্র্যাটিক প্রার্থী বলেন, এই রাজনৈতিক পরিবেশের গোলমাল থেকে বিভ্রান্ত হলে চলবে না। আমাদের জনগণের কাছে আমাদের বক্তব্য তুলে ধরতে হবে। তিনি আরও বলেন, নেতিবাচক, ঘৃণ্য ও গোড়ামিপূর্ণ দৃষ্টিভঙ্গির জবাব দেয়ার শ্রেষ্ঠ পন্থা হচ্ছে ভোট।
×