ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইউপি সদস্য বলে কথা...

প্রকাশিত: ২৩:৫৯, ৩১ অক্টোবর ২০১৬

ইউপি সদস্য বলে কথা...

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ১০ টাকা কেজি দরের হতদরিদ্রর চালের কার্ড বিতরণ করা হয়েছে প্রবাসীর নামেও। এমনকি প্রভাবশালী ইউপি সদস্য তার নিজের, স্ত্রীর ও নিকট আত্মীয়-স্বজনদের নামেও কার্ড ইস্যু করে চাল উত্তোলন করেছেন। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি দুইদিনের তদন্তে ইউপি সদস্যর বিরুদ্ধে এ অনিয়মের সত্যতা পেয়েছেন। ঘটনাটি জেলার সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের। সোমবার দুপুরে তদন্ত কমিটির প্রধান উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তাহমিনা বেগমকে বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠণ করেন। গত দুইদিন সরেজমিন পরিদর্শন করে এলাকার প্রায় তিন’শ লোকের ও সংশ্লিষ্টদের সাক্ষাতকার গ্রহণ করেছেন। এতে ইউপি সদস্য নজরুল ইসলামের বিরুদ্ধে এলাকাবাসীর দায়ের করা প্রতিটি অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তিনি আরও বলেন, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলামের নির্বাচনের সমর্থক না হওয়ায় সাধারণ জনগনকে দশ টাকা কেজি দরের চালের কার্ড দেয়া হয়নি। এমনকি তিনি (ইউপি সদস্য) তার নিজের নাম, স্ত্রীর নাম, প্রবাসী ভাইসহ নিকট আত্মীয়-স্বজন ও তার ঘনিষ্ট সহযোগীদের নামে কার্ড ইস্যু করে চাল উত্তোলণ করেছেন। এরমধ্যে ৭৯০ নম্বর কার্ডের মাধ্যমে নজরুল ইসলাম নিজের চালও উত্তোলন করে নিয়েছেন। আগামী ২/১দিনের মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের কাছে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে বলেও তদন্ত কমিটির প্রধান তাহমিনা বেগম উল্লেখ করেন।
×