ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ

প্রকাশিত: ২১:৪৫, ৩১ অক্টোবর ২০১৬

ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার দুপুর ১২টা ৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন। এ বছর ‘ঘ’ ইউনিটে পাশের হার ৯.৮৩ শতাংশ। যাতে ভর্তির যোগ্য বিবেচিত হয়েছেন ৭ হাজার ৫৬৬ জন পরীক্ষার্থী। এ বছর ১ হাজার ৫৪০টি (বিজ্ঞানে- ১ হাজার ৯৭টি, বিজনেস স্টাডিজে- ৩৯০, মানবিকে- ৫৩টি) আসনের জন্য ভর্তি পরীক্ষায় আবেদন করেন ১ লাখ ৯ হাজার ১৭০ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে DU<>GHA<>Roll টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। কেউ ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে চাইলে ৩ থেকে ৬ নভেম্বরের মধ্যে ডিন অফিসে যোগাযোগ করতে হবে। যোগ্য বিবেচিত শিক্ষার্থীরা ৭ নভেম্বর থেকে ১৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ‘চয়েস ফরম’ পূরণ করতে পারবেন। আর কোটায় আবেদনকারীদের ৬ নভেম্বর থেকে ১০ নভেম্বর মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে ফরম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে।
×