ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সৌদি আরবে ফুটবল মাঠে ‘বোমা হামলার ছক’ উদঘাটন

প্রকাশিত: ২০:১৬, ৩১ অক্টোবর ২০১৬

সৌদি আরবে ফুটবল মাঠে ‘বোমা হামলার ছক’ উদঘাটন

অনলাইন ডেস্ক ॥ জেদ্দায় একটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ চলাকালে বোমা হামলা চালানোর একটি পরিকল্পনা উদঘাটন করার দাবি করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। সৌদি কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে, অক্টোবর মাসে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ২০১৮-র বিশ্বকাপ ফুটবলের কোয়ালিফাইং ম্যাচে গাড়িবোমা হামলা চালানোর পরিকল্পনা করেছিল জঙ্গিরা। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, রাজধানী রিয়াদের কাছে নিরাপত্তা কর্মকর্তাদের হত্যা করার ইসলামিক স্টেটের (আইএস) আরেকটি পরিকল্পনাও উদঘাটন করেছেন তারা। এসব পরিকল্পনায় জড়িত থাকার সন্দেহে দুটি ‘সন্ত্রাসী সেলের’ আট সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। গ্রেপ্তারকৃতদের মধ্যে সৌদি নাগরিকসহ দুজন পাকিস্তানি, একজন সিরীয় এবং একজন সুদানি আছেন বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া পূর্বাঞ্চলীয় শহর কাতিফ ও দাম্মামে হামলা চালানোর পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে খোঁজা হচ্ছে এমন বেশ কয়েকজন সন্দেহভাজনের নামের তালিকা প্রকাশ করেছে মন্ত্রণালয়টি। গত দুই বছর ধরে আইএসের হামলার লক্ষ্য হয়ে আছে সৌদি আরব। জুলাইয়ে মদিনা শহরে ইসলামের অন্যতম পবিত্র স্থান মদিনা শরিফের কাছে আত্মঘাতী বোমা হামলায় চার নিরাপত্তা কর্মকর্তা নিহত ও অপর পাঁচজন আহত হন।
×