ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হ্যালোইনে গুগল ডুডলে সম্পূর্ন একটি গেম!

প্রকাশিত: ২০:১০, ৩১ অক্টোবর ২০১৬

হ্যালোইনে গুগল ডুডলে সম্পূর্ন একটি গেম!

অনলাইন ডেস্ক ॥ ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে গুগল ডুডল খুবই পরিচিত একটি শব্দ। বিভিন্ন সামাজিক, বৈশ্বিক কিংবা জনপ্রিয় ব্যক্তিদের স্বরণ করতে এর প্রচলন ঘটায় গুগল। এর আগে এনিমেটেড ও ছোট্ট পরিসরের গেমকে ডুডল হিসেবে ব্যবহার করা হলেও এই প্রথম ডুডল হিসেবে সম্পূর্ন একটি গেমকে হোমপেজে অবমুক্ত করেছে গুগল। আর এটি ছাড়া হয়েছে খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব হ্যালোইনকে উপলক্ষ্য করে। গেমটি তৈরি হয়েছে একটি জাদুর বিড়াল আর কিছু দুষ্ট ভূতকে উপজীব্য করে। ডুডলে প্রথমেই একটি ছোট্ট ভিডিও দেখানো হয়, যেখানে জাদুর বিড়ালের কাছ থেকে কেড়ে নেয়া হয় বই। আর তারই প্রতিশোধ নিতে দুষ্ট ভূতের পিছনে জাদুর ছড়িসহ ধাওয়া করে বিড়ালটি। এখান থেকেই শুরু গেমটির। এই গেমে আপনাকে থাকতে হবে কালো বিড়ালটির ভূমিকায়। তারপর আপনাকে লক্ষ্য করে একের পর এক আসতে থাকবে সাদা মাথার ভূত। সেই ভূতগুলোকে বিভিন্ন রকমের এবং বিভিন্ন কোণের রেখা দ্বারা আক্রমণ করে মেরে ফেলতে হয়। শুধু এতটুকুতেই কিন্তু শেষ হচ্ছে না গেমটি। ডুডল গেম হলেও এই গেমেও থাকছে লেভেল বা ধাপ। ভূতগুলোকে মেরে মেরে আপনি এগিয়ে যেতে পারবেন গেমের শেষ পর্যায়ে। এই গেমের মজা পেতে এখনই ঘুরে আসুন গুগলের হোমপেজ থেকে, আর চাইলে একবার নিজেই খেলে নিতে পারেন মজার এই গেমটি।
×