ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রাক্তন প্রধানমন্ত্রীদের অপমান করলেন রাম গোপাল ভার্মা!

প্রকাশিত: ১৯:৪৬, ৩১ অক্টোবর ২০১৬

প্রাক্তন প্রধানমন্ত্রীদের অপমান করলেন রাম গোপাল ভার্মা!

অনলাইন ডেস্ক॥ বরাবরই বিতর্কিত মন্তব্য করতে পছন্দ করেন পরিচালক রাম গোপাল ভার্মা৷ বলিপাড়া জানে, তিনি এমনই৷ যে কোনো কথা সোজাসাপটা বলতে তাঁর দ্বিধা নেই৷ এমনকী তাঁর আত্মজীবনীও (গানস অ্যান্ড থাইজ) এই স্পষ্টবাক চরিত্রকেই সামনে এনেছে৷ জীবনের কোনো কথা যে রাখঢাক করা তাঁর না-পছন্দ, তা জানে সকলেই৷ তবে এই সোজাসাপটা হতে গিয়েই কি এবার প্রাক্তন তিন প্রধানমন্ত্রীকে অপমান করে ফেললেন তিনি! বিতর্ক জমেছে তাঁর কয়েকটি টুইট ঘিরে৷ সেখানে একটি ছবি পোস্ট করেছেন পরিচালক৷ ছবিতে দেখা যাচ্ছে, সংসদে বসে আছেন সোনিয়া গান্ধী৷ আর পেছনে বসে অটলবিহারী বাজপেয়ী, নরসিমা রাও ও চন্দ্র শেখর৷ তিনজনই দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন৷ ছবিতে তিনজনকেই নিজেদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে হাসাহাসি করতেও দেখা যাচ্ছে৷ এ ছবি বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছিল৷ সেটি পোস্ট করেই রামগোপাল লিখেছেন, পিছনের বেঞ্চিতে যারা বসে তারা সবসময়ই বদ, সে স্কুলে হোক বা সংসদে। আর এরপরই তাঁর অভিযোগ, এই ছবি আসলে কোনো নারীর প্রতি ভারতীয় পুরুষদের মনোভাব যে কত খারাপ তাই-ই প্রমাণ করছে৷ রামগোপালের অনুমান, তাঁরা কোনো একটি খারাপ রসিকতাতেই হাসাহাসি করছেন৷ তিন প্রধানমন্ত্রীকে চিনতেও অস্বীকার করেছেন তিনি৷ এমনকী পুলিশের এ ব্যাপারে খোঁজ করা উচিত বলেও অভিমত তাঁর৷ অনেকের মতে, নেহাত রসিকতা করেই এ কথা বলেছেন রাম গোপাল৷ তবে নেটদুনিয়ায় এ নিয়ে বেশ হইচই করেছে৷ বিশেষত তিন প্রধানমন্ত্রীকে চিনতে অস্বীকার করা ও সংসদে বসে তাঁরা খারাপ রসিকতায় হাসাহাসি করছেন বলায় ক্ষুব্ধ অনেকেই৷ অভিযোগ করে অনেকে বলেছেন, রসিকতা করতে গিয়ে রাম গোপাল প্রধানমন্ত্রীদের অপমানই করে বসেছেন৷ যদিও তিনি এর কোনো উত্তর দেননি৷ বরং সকলকে ‘আনহ্যাপি দিওয়ালি’র শুভেচ্ছা জানিয়েছেন৷ সূত্র: সংবাদ প্রতিদিন
×