ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গোয়া ফিল্ম ফেস্টিভালে ‘শঙ্খচিল’

প্রকাশিত: ১৮:৫৯, ৩১ অক্টোবর ২০১৬

গোয়া ফিল্ম ফেস্টিভালে ‘শঙ্খচিল’

অনলাইন ডেস্ক॥ যৌথ প্রযোজনায় নির্মিত সাড়া জাগানো চলচ্চিত্র 'শঙ্খচিল' ভারতের গোয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হবে। দুই বাংলার মাঝে টানা সীমান্তরেখার দুঃখ নিয়ে চলচ্চিত্রটি দুই বাংলার দর্শকদের মন জয় করে নেয়। জানা গেছে আগামী ২০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে 'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া' এর ৪৭তম আসর। উৎসবে 'ইন্ডিয়ান প্যানারমা' বিভাগে প্রদর্শিত হবে 'শঙ্খচিল'। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন প্রখ্যাত পরিচালক গৌতম ঘোষ। এতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কুসুম শিকদার, সাঁঝবাতি, মামুনুর রশীদ, প্রিয়াংশু চ্যাটার্জি, দীপঙ্কর দে, রাজেশ সিন্দে প্রমুখ। 'ইন্ডিয়ান প্যানারমা' বিভাগে শঙ্খচিলের পাশাপাশি আরও দেখানো হবে 'এয়ারলিফট', 'সুলতান', 'বাজিরাও মাস্তানি' সহ বেশ কিছু সাড়া জাগানো ছবি। উৎসবের পর্দা নামবে আগামী ২৮ নভেম্বর।
×