ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইতালিতে ৬.৬ মাত্রার ভূমিকম্পের আঘাত আহত ২০

প্রকাশিত: ০৮:৫৮, ৩১ অক্টোবর ২০১৬

ইতালিতে ৬.৬ মাত্রার ভূমিকম্পের আঘাত আহত ২০

জনকণ্ঠ ডেস্ক ॥ ইতালির মধ্যাঞ্চলে রবিবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬। উৎপত্তিস্থল মধ্যাঞ্চলীয় নোর্সিয়ার কাছে ভূপৃষ্ঠের মাত্র দেড় কিমি গভীরে। অনেক ভবন ধসে গেলেও তাৎক্ষণিভাবে প্রাণহানির কোন খবর পাওয়া যায়নি। দেশটিতে মাত্র দুই মাস আগে আরেকটি শক্তিশালী ভূমিকম্পে ৩শ’ লোক নিহত ও কয়েকটি ছোট শহর ধ্বংস হয়েছিল। তবে এবারের ভূমিকম্প গত ৩৬ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে উল্লেখ করা হয়েছে। খবর বিবিসি ও এএফপির। রবিবারের ভূমিকম্পটি রাজধানী রোম থেকেও অনুভূত হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে ভূমিকম্প হওয়ার পর ভীত লোকজন রাস্তায় বেরিয়ে পড়ে। গত সপ্তাহে এই এলাকায় ৫ দশমিক ৫ ও ৬ দশমিক ১ মাত্রার দুটি ভূমিকম্প হয়। তারপর থেকে নিকটবর্তী ক্যাসটেলস্যানটাঙ্গেলো, প্রেসি ও ভিসসো শহর প্রায় পরিত্যক্ত হয়ে পড়েছে। ভূমিকম্পের পর রাজধানী রোমে মেট্রো রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। এক সপ্তাহের মধ্যে তৃতীয় এই ভূমিকম্পে ৬শ’ বছরের পুরনো একটি চার্চ বিধ্বস্ত হয়েছে। এছাড়াও অনেক ঐতিহাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইতালির ন্যাশনাল সিভিল প্রটেকশন এজেন্সি জানিয়েছে। এজেন্সির প্রধান ফাব্রিজিও কিউরসিও বলেছেন, ‘আমার জানা মতে ভূমিকম্পে কেউ মারা যায়নি, ২০ জন আহত হয়েছে। জনমনে আতঙ্ক বিরাজ করছে। তবে পরিস্থিতির ততটা অবনতি হয়নি। ঐতিহাসিক ও পুরনো বাড়িগুলো বিপজ্জনক অবস্থায় আছে। বিদ্যুত ও পানি সরবরাহ ব্যবস্থা বিঘিœত হওয়ার আশঙ্কা রয়েছে। এর আগে ১৯৮০ সালে দেশটিতে ৬ দশমিক ৯ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৩ হাজার মানুষের প্রাণহানি ঘটেছিল।
×