ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

না’গঞ্জের আইনজীবীদের দীর্ঘদিনের দাবি পূরণের আশ্বাস দিলেন আইনমন্ত্রী

প্রকাশিত: ০৮:৩৮, ৩১ অক্টোবর ২০১৬

না’গঞ্জের আইনজীবীদের  দীর্ঘদিনের দাবি  পূরণের আশ্বাস  দিলেন আইনমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৩০ অক্টোবর ॥ জেলা ও দায়রা জজ আদালত এবং চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত একই স্থানে রাখার জন্য আইনজীবীদের দীর্ঘদিনের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। রবিবার বিকেলে জেলা আইনজীবী সমিতি ভবনে এক আলোচনা সভায় আইনমন্ত্রী নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নের এ আশ্বাস দেন। মন্ত্রী বলেন, যেহেতু পুরান আদালতের স্থানে ইতোমধ্যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জন্য ১০ তলা ভবন নির্মিত হয়ে গেছে, তাই ওই ভবনটি সরকারী কোন সংস্থার কাছে হস্তান্তর করে পরবর্তীতে জেলা আদালতের অভ্যন্তরে নতুন করে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণের প্রস্তাব করা হবে। এর আগে আইনমন্ত্রী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণের জায়গা নির্ণয়ের জন্য জেলা আদালত ঘুরে দেখেন। সমিতি সভাপতি আনিসুর রহমান দীপুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন না’গঞ্জের তিন এমপি সেলিম ওসমান, শামীম ওসমান ও নজরুল ইসলাম বাবু। আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি এ্যাডভোকেট হোসনে আরা বাবলি, আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ্ শেখ মোঃ শহীদুল হক, জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস জুয়েল।
×