ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্যারিস্টার তুরিন আফরোজকে অনুসরণ, যুবক আটক

প্রকাশিত: ০৮:১৫, ৩১ অক্টোবর ২০১৬

ব্যারিস্টার তুরিন আফরোজকে অনুসরণ, যুবক আটক

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে অনুসরণের অভিযোগে মান্নান (১৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। তার বাড়ি শেরপুরে। রবিবার তাকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে আটক করে পুলিশ। তুরিন আফরোজ ওই ভার্সিটির আইন বিভাগের অধ্যাপক। তুরিন আফরোজের অভিযোগ-হত্যার উদ্দেশেই আব্দুল মান্নান গত বৃহস্পতিবার ক্যাম্পাসে ঢুকেছিল। মান্নান তার কক্ষে ঢুকেই অসংলগ্ন কথা কথা বলে। সে কখনও নিজেকে খুনী, কখনও বেকার, কখনও চাকরি প্রার্থী বলে পরিচয় দেয়। কিছুক্ষণ পর সে চলে যায়। তুরিন আফরোজ জানান, রবিবার তাকে এক স্টাফের মাধ্যমে অফিসে হাজির করলে মান্নান জানায় সে কেরানীগঞ্জে বাবা মায়ের সঙ্গে থাকেন পরে তাকে বাড্ডা থানায় সোপর্দ করা হয়। বাড্ডা থানার ওসি বলেন, মান্নানকে মানসিক ব্যাধিগ্রস্ত বলে মনে হচ্ছে। জিজ্ঞাসাবাদ চলছে। অভিযোগ সত্য হলে আইনী ব্যবস্থা নেয়া হবে। তুরিন আফরোজ বলেন, এত নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে কার মাধ্যমে, কেন আমার রুমে গিয়ে ওই সময় হাজির হয়ে অসংলগ্ন কথাবার্তা বলল- সেটা অবশ্যই উদ্বেগের। কারণ এমনিতেই আমি হুমকির মুখে রয়েছি। এটাকে স্বাভাবিক ঘটনা বলে উড়িয়ে দেয়ার অবকাশ নেই। উল্লেখ্য ব্যারিস্টার তুরিন আফরোজ আগামীকাল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন।
×