ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৫১, ৩১ অক্টোবর ২০১৬

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) ১৬. দুই স্ত্রী ও আট সন্তান নিয়ে শ্যামলের সংসার। তার পরিবারের ধরন কোনটি? ক) একপতœী খ) বহুপতি গ) একপতি ঘ) বহুপতœী ১৭. সামাজিকীকরণে শিক্ষা প্রতিষ্ঠান সহায়ক ভূমিকা রাখে - র. ব্যক্তির মনে দায়িত্ববোধ সৃষ্টির মাধ্যমে রর. মানুষকে শিক্ষাদান করার মাধ্যমে ররর. শিশুর মনে মূল্যবোধ সৃষ্টির মাধ্যমে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৮. বাংলাদেশের বেশিরভাগ নদীর উৎস কোন দেশ? ক) মায়ানমার খ) নেপাল গ) ভারত ঘ) ভুটান ১৯. আন্তর্জাতিক অর্থ তহবিল অর্থনৈতিক সহায়তা প্রদান করে - র. অনুন্নত দেশসমূহকেস রর. উন্নয়নশীল দেশসমূহকে ররর. উন্নত, অনুন্নত ও উন্নয়নশীল দেশসমূহকে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২০. মাথাপিছু আয়ের ভিত্তিতে নরওয়ে কী ধরনের দেশ? ক) মধ্য আয়ের খ) উচ্চ আয়ের গ) উচ্চ মধ্য আয়ের ঘ) নিম্ন মধ্য আয়ের ২১. বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনী অনুযায়ী জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০ করা হয়েছে? ক) দ্বাদশ খ) ত্রয়োদশ গ) চতুর্দশ ঘ) পঞ্চদশ ২২. বাংলাদেশের প্রমাণ সময় ও গ্রিনিচের সময়ের পার্থক্য কত? ক) ১২ ঘন্টা আগে খ) ৬ ঘন্টা পরে গ) ৬ ঘন্টা আগে ঘ) ৮ ঘন্টা পরে ২৩. বর্তমানে বাংলাদেশে মোবাইল ফোনের ব্যবহার খুব দ্রত বিস্তার লাভ করছে। প্রায় সবার হাতেই মোবাইল এখন স্বাভাবিক ব্যাপার। এটি কী নির্দেশ করে? ক) প্রযুক্তির সঠিক ব্যবহার খ) বিজ্ঞানের উন্নতি, প্রসার ও তার সহজলভ্যতা গ) বিজ্ঞানের অনাকাঙ্ক্ষিত উন্নতি ঘ) বিজ্ঞান ও প্রযুক্তির ধারাবাহিকতা ২৪. মোট জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে একটি গার্মেন্টস কারখানার কোন দ্রব্যটির দাম বিবেচনা করা হয়? ক) তুলা খ) সুতা গ) কাপড় ঘ) শার্ট ২৫. মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে বিশ্বব্যাংক পৃথিবীর দেশগুলোকে কয় ভাগে বিভক্ত করেছে? ক) দুই ভাগে খ) তিন ভাগে গ) চার ভাগে ঘ) পাঁচ ভাগে ২৬. ভূমিকম্প কিরূপ দুর্যোগ? ক) সাধারণ খ) স্বাভাবিক গ) প্রাকৃতিক ঘ) কৃত্রিম ২৭. বাংলাদেশের কৃষিখাত কী খাতের কাঁচামাল যোগান দেয়? ক) শিল্পখাত খ) বাণিজ্য খাত গ) স্বাস্থ্য খাত ঘ) শিক্ষা খাত ২৮. কোনটি ব্যক্তিগত আয়ের ওপর ধার্যকৃত কর? ক) বাণিজ্য শুল্ক খ) আবগারি শুল্ক গ) মূল্য সংযোজন কর ঘ) আয়কর ২৯. বাংলাদেশে নদীপথের বাণিজ্যকে কত সালে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়? ক) ১৯৬৫ খ) ১৯৭০ গ) ১৯৭২ ঘ) ১৯৭৬ ৩০. পৃথিবীর কক্ষপথটি দেখতে কেমন? ক) বৃত্তাকার খ) ত্রিভুজাকৃতির গ) উপবৃত্তাকৃতির ঘ) চতুর্ভুজাকৃতির ৩১. যৌতুকের দাবিকে কেন্দ্র করে বিয়ের পরে ঘটে থাকে - র. স্ত্রী নির্যাতন রর. বিবাহ বিচ্ছেদ ররর. পারিবারিক স্থিতিশীলতা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩২. জাতীয় সম্পদের প্রধান উৎস কয়টি? ক) দুইটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি ৩৩. মোহাম্মদ আলী জিন্নাহকে অনুকরণ করে পাকিস্তানের উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দিয়েছিলেন কোন প্রধানমন্ত্রী? ক) মোহাম্মদ আলী বগুড়া খ) চৌধুরী মোহাম্মদ আলী গ) লিয়াকত আলী খান ঘ) খাজা নাজিমুদ্দীন ৩৪. জেলা প্রশাসক তার কাজের জন্য কার কাছে দায়ী? ক) স্থানীয় সংসদ সদস্যের খ) সংসদের গ) বিভাগীয় কমিশনারের ঘ) সরকারের ৩৫. কোন শহরটি শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত? ক) ঢাকা খ) সিলেট গ) গাজীপুর ঘ) নারায়ণগঞ্জ ৩৬. দেশের অবকাঠামোগত উন্নয়নের শ্রেণিভুক্ত - র. মুদ্রাস্ফীতি রোধ রর. বিমান যোগাযোগ স্থাপন ররর. সেতু বিনির্মাণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৭. বাংলাদেশের বর্তমান অর্থনৈকি অবস্থা কোন প্রকৃতির? ক) ধনতান্ত্রিক খ) সমাজতান্ত্রিক গ) মিশ্র ঘ) পুঁজিবাদী ৩৮. নির্বাচন কমিশন পরিচালনা করে - র. জাতীয় সংসদ নির্বাচন রর. ইউনিয়ন পরিষদ নির্বাচন ররর. পৌর কর্পোরেশন নির্বাচন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৯. কত সালে পাকিস্তানি পার্লামেন্টারি শাসনব্যবস্থা গৃহীত হয়? ক) ১৯৪৫ খ) ১৯৪৬ গ) ১৯৪৭ ঘ) ১৯৪৮ ৪০. বর্তমানে জাতীয় সংসদের আসন কতটি? ক) ৩০০ খ) ৩১৫ গ) ৩৪৫ ঘ) ৩৫০ ৪১. “বাণিজ্যিক ব্যাংককে জনসাধারণের সঞ্চিত অর্থের সুদ মূলত জনসাধারণই দিয়ে থাকে - র. ব্যাংক থেকে ঋণ নেওয়ার মাধ্যমে রর. ব্যাংককে ঋণ প্রদানের মাধ্যমে ররর. ব্যাংককে জরিমানা প্রদানের মাধ্যমে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪২. বাংলাদেশে ঘুষ-দুর্নীতির ব্যাপক বিস্তার ঘটার কারণ কী? ক) শিক্ষার অভাব খ) মূল্যবোধের অবক্ষয় গ) অপরাধ প্রবণতা ঘ) ভৌগোলিক সীমাবদ্ধতা ৪৩. বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিশ্চিত করণে জাতিসংঘের কোন সংস্থা কাজ করছে? ক) ইউনিসেফ খ) ইউএন ডিপি গ) ইউনিফেম ঘ) এফএও ৪৪. কী দিয়ে ইটের দেয়ালে প্রলেপ দিলে ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়? ক) ইস্পাত খ) কংক্রিট ঢালাই গ) ফেরো সিমেন্ট ঘ) কাঠের ব্রেসিং ৪৫. কোনো স্থানের সময় বেলা ২ টা বাজলে তার ১ ডিগ্রি পূর্বের স্থানের সময় কী হবে? ক) ২ টা ৪ মিনিট খ) ১২ টা ৫২ মিনিট গ) ১ টা ৫৬ মিনিট ঘ) ২ টা ৫৬ মিনিট ৪৬. মায়ানমারের গড় তাপমাত্রা গ্রীষ্মকালে কত ডিগ্রি সে. এ পৌঁছায়? ক) ১৯ খ) ২৭ গ) ২৯ ঘ) ৩২ ৪৭. বাংলাদেশে টঘওঈঊঋ - এর কার্যক্রম হলো - র. নিরক্ষরতা দূরীকরণ রর. প্রতিরোধমূলক ওষুধ সরবরাহ ররর. বিজ্ঞান শিক্ষার উন্নয়ন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৮. ১৯৪৮ সালের মার্চ মাসে কে পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন? ক) নাজিমুদ্দিন খান খ) লিয়াকত আলী খান গ) মোহাম্মদ আলী জিন্নাহ ঘ) ইস্কান্দার মীর্জা * উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: জয়ন্ত আইন পেশায় জড়িত। তিনি তাঁর বন্ধুকে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য সম্পর্কে বলার সময় বললেন, বাংলাদেশের সংবিধান পৃথিবীর অন্যতম সেরা একটি সংবিধান। এই সংবিধানের পেছনে আমাদের শহিদরাই মূলত জড়িত। ৪৯. সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান কী? ক) ব্যক্তি খ) গোষ্ঠী গ) দল ঘ) পরিবার ৫০. দীর্ঘকাল পর ইউরোপে গণতন্ত্রের পুনর্জন্ম ঘটে - র. ১৭শ শতাব্দীতে রর. ১৮শ শতাব্দীতে ররর. ২০ শতাব্দীতে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: ১. (ঘ) ২. (ক) ৩. (ক) ৪. (ঘ) ৫. (ক) ৬. (ক) ৭. (ক) ৮. (গ) ৯. (খ) ১০. (খ) ১১. (গ) ১২. (ঘ) ১৩. (ক) ১৪. (গ) ১৫. (ঘ) ১৬. (ঘ) ১৭. (ঘ) ১৮. (গ) ১৯. (গ) ২০. (খ) ২১. (ঘ) ২২. (ক) ২৩. (খ) ২৪. (ঘ) ২৫. (খ) ২৬. (গ) ২৭. (ক) ২৮. (ঘ) ২৯. (গ) ৩০. (গ) ৩১. (ঘ) ৩২. (ক) ৩৩. (ঘ) ৩৪. (গ) ৩৫. (ঘ) ৩৬. (খ) ৩৭. (গ) ৩৮. (ঘ) ৩৯. (গ) ৪০. (ঘ) ৪১. (ক) ৪২. (খ) ৪৩. (ঘ) ৪৪. (গ) ৪৫. (ক) ৪৬. (গ) ৪৭. (গ) ৪৮. (গ) ৪৯. (ঘ) ৫০. (ক)
×