ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এসইএমএল আইবিবিএল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

প্রকাশিত: ০৬:৪৫, ৩১ অক্টোবর ২০১৬

এসইএমএল আইবিবিএল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

১০ বছর মেয়াদী এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউটির রিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে। রবিবার কমিশনের ৫৮৬তম সভায় এই অনুমোদন দেয়া হয়। মিউচুয়াল ফান্ডটির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তার অংশ ৫০ কোটি টাকা। প্রি আইপিও প্লেসমেন্টের মাধ্যমে ২৫ কোটি টাকা ইতোমধ্যে উত্তোলন করা হয়েছে। বাকি ২৫ কোটি টাকা সকল বিনিয়োগকারীর জন্য বরাদ্দ রাখা হয়েছে; যা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ টাকা। ফান্ডটির উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক যথাক্রমে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড (এসইএমএল)। আর ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। -অর্থনৈতিক রিপোর্টার
×