ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চারদিনে পুঁজিবাজারে সূচক কমেছে ৮৯ পয়েন্ট

প্রকাশিত: ০৬:৪৪, ৩১ অক্টোবর ২০১৬

চারদিনে পুঁজিবাজারে সূচক কমেছে ৮৯ পয়েন্ট

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। দিনটিতে সূচকের সঙ্গে লেনদেনও কমেছে বড় ব্যবধানে। এই নিয়ে টানা চারদিনে ডিএসইর সার্বিক সূচক কমেছে ৮৮.৯১ বা ৮৯ পয়েন্ট। রবিবার ডিএসইতে আগের দিনের তুলনায় প্রায় ২৫ শতাংশ লেনদেন কমেছে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর লভ্যাংশ ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশের প্রভাবে এমন আচরণ করছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ৪৫৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৪৮ কোটি ৭৬ লাখ টাকা কম লেনদেন। বৃহস্পতিবার ডিএসইতে ৬০৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬০৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১০০ পয়েন্টে। আর ডিএস ৩০ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৩৪ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ডরিন পাওয়ার, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, মবিল যমুনা বিডি, ফরচুন সুজ, ইফাদ অটোস, জেএমআই সিরিঞ্জ, কেডিএস এক্সেসরিজ, তিতাস গ্যাস, ন্যাশনাল টিউবস ও স্কয়ার ফার্মা। দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : গোল্ডেন হার্ভেস্ট, ফরচুন সুজ, পেনিনসুলা চট্টগ্রাম, জেএমআই সিরিঞ্জ, প্যারামাউন্ট টেক্সটাইল, জিএসপি ফাইন্যান্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, আলহাজ টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি ও ইনটেক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : সিনো বাংলা, গোল্ডেন সন, খুলনা পাওয়ার প্রিন্টিং এ্যান্ড পাবলিশার্স, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, আরামিট সিমেন্ট, রূপালী ব্যাংক, কেডিএস এক্সেসরিজ, দেশবন্ধু পলিমার ও জুটস স্পিনার্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৫৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লঙ্কা বাংলা ফাইন্যান্স, গ্লোবাল হেভি কেমিক্যাল, বিএসআরএম লিমিটেড, ফরচুন সুজ, স্কয়ার ফার্মা, বিডি কম, জেএমআই সিরিঞ্জ, কেডিএস এক্সেসরিজ, খুলনা পাওয়ার কোম্পানি ও ডরিন পাওয়ার।
×