ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার রানের পাহাড়

প্রকাশিত: ০৬:৪৩, ৩১ অক্টোবর ২০১৬

শ্রীলঙ্কার রানের পাহাড়

স্পোর্টস রিপোর্টার ॥ হারারে টেস্টে রানের পাহাড় গড়েছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৫৩৭ রানের বড় স্কোর গড়েছে সফরকারীরা। জবাবে দ্বিতীয়দিন এ রিপোর্ট লেখার সময় ১ উইকেটে জিম্বাবুইয়ের সংগ্রহ ২৩ রান। প্রথমদিন মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি পাননি ওপেনার কুশল সিলভা (৯৪)। তবে স্বাগতিক বোলারদের হতাশায় ডুবিয়ে ঠিকই তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার ছুঁয়েছেন কুশল পেরেরা ও উপুল থারাঙ্গা। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেয়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান পেরেরা আউট হয়েছেন ১১০ রান করে। মাত্র ১২১ বলে ১৫ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন তিনি। আর ১০ চারের সাহায্যে সমান ১১০ রান করে অপরাজিত ছিলেন থারাঙ্গা। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। অভিষিক্ত আসেলা গুনারতেœ করেন ৫৪ রান। নিয়মিত অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুজের ইনজুরিতে সফরে দুই টেস্টের এই সিরিজে লঙ্কান দলকে নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথ। জিম্বাবুয়ের হয়ে স্পিনার অধিনায়ক গ্রায়েম ক্রেমার ৪ ও পেসার ক্রিস এমপফু নিয়েছেন ২ উইকেট। জবাবে তাদের শুরুটা ভাল হয়নি। ব্যক্তিগত ৫ রানে হেরাথের বলে এলবিডব্লিউর হন ওপেনার ব্রায়ান চারি। টিনো মুইয়ো (১৪*) ও হ্যামিল্টন মাসাকাদজা (২*) ব্যাট করছিলেন। উল্লেখ্য, নিজেদের ইতিহাসে জিম্বাবুইয়ের এটি শততম টেস্ট ম্যাচ।
×