ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুফা কাটিয়ে জয়ে ফিরল গার্ডিওলার সিটি

প্রকাশিত: ০৬:৪৩, ৩১ অক্টোবর ২০১৬

কুফা কাটিয়ে জয়ে ফিরল গার্ডিওলার সিটি

স্পোর্টস রিপোর্টার ॥ ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে যোগ দেয়ার পর থেকেই যেন অপ্রতিরোধ্য হয়ে উঠছিলেন পেপ গার্ডিওলা। সবধরনের প্রতিযোগিতায় টানা ১০ ম্যাচে জয় তুলে নেয় সিটিজেনরা। কিন্তু এরপরই যেন খেই হারিয়ে ফেলে ম্যানসিটি। টানা ছয় ম্যাচে জয়হীন পেপ গার্ডিওলার দল। যা তার ক্যারিয়ারেরই সবচেয়ে বাজে পারফর্মেন্স। অবশেষে জয়ের দেখা পেল ম্যানচেস্টার সিটি। সার্জিও এ্যাগুয়েরো এবং ইলকে গুনদোগানের জোড়া গোলের সৌজন্যে শনিবার পেপ গার্ডিওলার দল ৪-০ ব্যবধানে হারায় ওয়েস্ট ব্রমউইচ আলবিওনকে। সেইসঙ্গে ইংলিশ প্রিমিয়ার লীগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটিকে আরও সুসংহত করলো ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লীগের সাবেক চ্যাম্পিয়ন ম্যানসিটি ছাড়াও এদিন জয়ের দেখা পেয়েছে আর্সেনাল, লিভারপুল। তবে বার্নলির বিপক্ষে গোলশূন্য ড্র করে ভক্ত-অনুরাগীদের আবারও হতাশ করলো জোশে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড। আর্সেনাল এদিন ৪-১ গোলে সান্ডারল্যান্ডকে এবং লিভারপুল ৪-২ গোলে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে সিটির সমান পয়েন্ট সংগ্রহ করলেও গোল ব্যবধানে বেশ এগিয়ে থেকেই তালিকার শীর্ষে রয়েছে সিটিজেনরা। এদিন ব্যর্থতার বড় মহড়াটি দিয়েছে জোশে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড। বার্নলির গোল পোস্টে ৩৭টি শট নেয়ার পরও তাদের সঙ্গে গোল শূন্য ড্র করেছে রেড ডেভিলরা। আরেক ম্যাচে ১-১ গোলে ড্র করেছে লিচেস্টার সিটি ও টটেনহ্যাম হটস্পার। এদিকে নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডেই দুর্বল প্রতিপক্ষ বার্নলির সঙ্গে ড্র করে পয়েন্ট খোয়ানোর মাধ্যমে শিরোপার লড়াইকে ফিকে করে ফেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পয়েন্ট ভাগাভাগির কারণে শীর্ষস্থানধারীদের চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে থেকে তালিকার অস্টম অবস্থানে রয়েছে জোশে মরিনহোর শিষ্যরা।
×