ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাজীপুরে ৯ লক্ষাধিক টাকা ছিনতাই

প্রকাশিত: ০৬:৩৬, ৩১ অক্টোবর ২০১৬

গাজীপুরে ৯ লক্ষাধিক  টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ রবিবার অস্ত্রের ভয় দেখিয়ে ও গুলি ছুড়ে একটি সিএনজি ফিলিং স্টেশনের ৯ লক্ষাধিক টাকা ছিনতাই করেছে মোটরসাইকেল আরোহী তিন ছিনতাইকারী। এ ঘটনায় ওই ফিলিং স্টেশনের ছয় কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের নগরপাড়া এলাকার সাগর সৈকত ফিলিং স্টেশনের সুপারভাইজার ইমরান হোসেন জানান, তিনিসহ ওই স্টেশনের সুপারভাইজার একরাম ও মোঃ শাহজাহান রবিবার ফিলিং স্টেশনের নয় লাখ ৬৩ হাজার ৪৩২ টাকা ব্যাগে নিয়ে চান্দনা চৌরাস্তার আল আরাফা ইসলামী ব্যাংক ও প্রাইম ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। তারা ফিলিং স্টেশন থেকে হেঁটে পাশর্^বর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হয়ে যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে তিন যুবক সেখানে এসে তাদের ঘিরে ধরে। এরপর যুবকরা অস্ত্রের ভয় দেখিয়ে ও ওই কর্মচারীদের কিল ঘুঁষি মেরে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বাধা দিলে যুবকরা ফাঁকা গুলি ছুড়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে ময়মনসিংহের দিকে পালিয়ে যায়।
×