ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সালিশে লাঞ্ছনা ॥ গোপালপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ০৬:৩৬, ৩১ অক্টোবর ২০১৬

সালিশে লাঞ্ছনা ॥ গোপালপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৩০ অক্টোবর ॥ ইউপি মেম্বার ও তার দলবলের সালিশী বৈঠকে শারীরিক নির্যাতন, অপমান এবং প্রেমিকের প্রতারণায় স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী আত্মহত্যার ঘটনায় ছয়জনকে আসামি করে গোপালপুর থানায় হত্যা প্ররোচনার মামলা দায়ের হয়েছে। নিহতের মা বাদী হয়ে রবিবার দুপুরে এ মামলা দায়ের করেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। গোপালপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল ও এলাকাবাসী জানান, হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী নূরুল ইসলামের মেয়ে সামিয়া আক্তার সাথীর সঙ্গে ভাদুরীচর গ্রামের আবুল হোসেনের ছেলে সহপাঠী সেলিমের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সাথীর বাবা-মা দু’জনই ঢাকায় গামের্ন্টসে চাকরি করে। তাই সাথী নানির বাড়িতে ছিল। শুক্রবার রাতে সেলিম পড়াশোনা ও প্রেমের সম্পর্কের কারণে সাথীর ঘরে গেলে তোজাম্মেল ও রফিকুল বাইরে থেকে তালা লাগিয়ে স্থানীয়দের খবর দেয়। এ ঘটনার জের ধরে স্থানীয়রা সাথী ও সেলিমের বিয়ের সিদ্ধান্ত নেয়। বিয়ের সিদ্ধান্তে সেলিমের পরিবার রাজি না হয়ে ইউপি মেম্বার ছবুর উদ্দিনের নেতৃত্বে শনিবার বিকেলে সালিশী বৈঠকে মেয়েটিকে অপমান, অপদস্ত করে। এ ঘটনায় এলাকার লোকজন সাথী সম্পর্কে আপত্তিকর কথা বলা শুরু করে। প্রেমিকের প্রতারণা ও সালিশী বৈঠকে লাঞ্জনার ক্ষোভে সাথী শনিবার রাতে বাড়ির বাঁশঝাড়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে।
×