ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মঠবাড়িয়ায় শিশু হত্যার দায়ে বাবার ফাঁসি

প্রকাশিত: ০৬:৩৫, ৩১ অক্টোবর ২০১৬

মঠবাড়িয়ায় শিশু হত্যার দায়ে বাবার ফাঁসি

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ৩০ আক্টোবর ॥ মঠবাড়িয়ায় গৃহবধূকে হত্যার দায়ে স্বামী সেলিম বেপারিকে যাবজ্জীবন কারাদ- ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদ- দিয়েছে আদালত। একই আদালত শিশু হত্যার দায়ে বাবা মহারাজকে ফাঁসি দিয়েছে। রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম জিল্লুর রহমান এ রায় দেন। আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৮ জুলাই ভোরে দাম্পত্য কলহের জের ধরে সেলিম বেপারি স্ত্রী আকলিমাকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই আবুল কালাম বাদী হয়ে মঠবাড়িয়া থানায় হত্যা মামলা করেন। অপরদিকে ছোট শিংগা গ্রামের মহারাজ আট বছরের শিশুকন্যা জেসমিনের নামে এক লাখ ২০ হাজার টাকার বীমা করেন। বীমার একটি কিস্তি এক হাজার টাকা পরিশোধ করেন। ২০০৫ সালের ৪ মে রাতে জেসমিন আক্তারকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির পাশে খালে ফেলে দেন। এরপর জেসমিনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে জানান। জেসমিন আক্তারের মৃত্যুর খবর পেয়ে তার মামা আব্দুস সালাম স্থানীয় থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদনে জেসমিন আক্তারকে শ্বাসরোধে হত্যার কারণ উল্লেখ করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ওই বছরের ২৫ সেপ্টেম্বর মঠবাড়িয়া থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মহারাজের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
×