ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফুলছড়িতে ব্রিজ ভেঙ্গে ট্রলি খাদে ॥ ছাত্র নিহত

প্রকাশিত: ০৬:৩৩, ৩১ অক্টোবর ২০১৬

ফুলছড়িতে ব্রিজ ভেঙ্গে ট্রলি খাদে ॥ ছাত্র নিহত

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৩০ অক্টোবর ॥ ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের সৈয়দপুর এলাকায় ব্রিজ ভেঙ্গে বালু বোঝাই একটি ট্রলি খাদে পড়ে গেলে তার নিচে চাপা পড়ে মুন্না মিয়া (৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার দুপুরে ওই ঘটনা ঘটে। মুন্না মিয়া ওই ইউনিয়নের ঘোলদহ গ্রামের নওশা আলমের ছেলে। সে সৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। পুলিশ ও এলাকাবাসী জানায়, ঘোলদহ থেকে বালু বোঝাই একটি ট্রলি সৈয়দপুর এলাকার দিকে যাচ্ছিল। এ সময় মুন্না মিয়া ট্রলির পেছনে ওঠে পড়ে। ট্রলিটি সৈয়দপুর এলাকায় একটি ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ ব্রিজটি ভেঙ্গে ট্রলি খাদে পড়ে যায়। এ সময় ট্রলির ওপর থাকা শিশু মুন্না মিয়া ব্রিজের নিচে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নিয়ে হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
×