ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে ভেঙ্গে পড়া ব্রিজ মেরামত শুরু

প্রকাশিত: ০৬:৩৩, ৩১ অক্টোবর ২০১৬

শরীয়তপুরে ভেঙ্গে পড়া ব্রিজ মেরামত শুরু

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ৩০ অক্টোবর ॥ শরীয়তপুর-চাঁদপুর সড়কের বালারবাজারে বেইলি ব্রিজ ভেঙ্গে রড বোঝাই ট্রাক খালে পড়ার ২ দিন পর রবিবার দুপুর থেকে তা মেরামতের কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। চট্টগ্রাম-মংলা ও ভোমরা বন্দর এবং সিলেট ও কুমিল্লা অঞ্চল থেকে খুলনা, বরিশাল ও বৃহত্তর ফরিদপুরসহ দক্ষিণাঞ্চলের ১৭টি জেলার সঙ্গে সড়ক পথে যোগাযোগের জন্য এই সড়কটি গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ সড়কের ভেঙ্গে পড়া বেইলি ব্রিজ মেরামতে গত ২ দিন ধরে কর্তৃপক্ষের অবহেলার কারণে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শেখ শহিদুল ইসলাম শাহরিয়ার বলেন, ব্রিজটি দ্রুত সময়ের মধ্যে সচল করার জন্য গোপালগঞ্জ সড়ক বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলের সহায়তা নিচ্ছি। তবে ব্রিজটি কবে নাগাদ যোগাযোগের উপযোগী হবে সে বিষয়ে কিছুই জানাতে পারেননি।
×