ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নদী রক্ষায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৬:৩৩, ৩১ অক্টোবর ২০১৬

নদী রক্ষায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ॥ নৌমন্ত্রী

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, নদী রক্ষায় বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। গঠন করা হয়েছে নদী রক্ষা কমিশন। আওয়ামী লীগ সরকার ছাড়া কোন সরকার একটি ড্রেজারও ক্রয় করেনি। মন্ত্রী রবিবার দুপুরে খুলনা শিপইয়ার্ডে নির্মিত বিআইডব্লিউটিসির কন্টেনার ভেসেল ‘এমভি উত্তরণ এক্সপ্রেস’-এর লঞ্চিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মন্ত্রী শাজাহান খান বলেন, বিএনপির শাসনামলে মংলা বন্দরে সাড়ে ১১ কোটি টাকা লোকসান হয়। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে লোকসান কাটিয়ে গত বছর মংলা বন্দর ৬৫ কোটি টাকা লাভ করেছে। সেখানে নিজস্ব ড্রেজার দিয়ে নদী খননের ফলে এখন বড় বড় জাহাজ আসছে। বর্তমানে ১১০টি জাহাজ চলাচল করছে মংলা-ঘষিয়াখালী চ্যানেলে। সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে মাওয়াসহ দেশের ফেরিঘাট ও ফেরিসমূহের উন্নয়ন করা হয়েছে, যার সুফল জনগণ পেতে শুরু করেছে। তিনি বলেন, একাত্তর সালে দেশের জনগণকে এবং ৭৫ সালে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারা পাপী।
×