ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাটের সম্পত্তি উদ্ধার দাবিতে ধর্মঘট

প্রকাশিত: ০৬:৩৩, ৩১ অক্টোবর ২০১৬

হাটের সম্পত্তি উদ্ধার দাবিতে ধর্মঘট

স্টাফ রিপার্টার, নীলফামারী ॥ ডিমলা উপজেলার ঐতিহ্যবাহী শঠিবাড়ী বাজারের সম্পত্তি দখলের প্রতিবাদে ও দখলকৃত জমি উদ্ধারের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে সেখানকার সর্বস্তরের ব্যবসায়ীসহ এলাকাবাসী। রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দীর্ঘ ৫ ঘণ্টা গয়াবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে প্রধান রাস্তায় বসে অবস্থান ধর্মঘট পালন করেন তারা। সেই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে শঠিবাড়ী বাজারের সরকারী সম্পত্তি উদ্ধার করা না হলে আগামী রবিবার এলাকায় অর্ধদিবস হরতালের আল্টিমেটাম দেয়া হয়। এর আগে হাটের সম্পতি উদ্ধারের দাবিতে গত ১৭ অক্টোবর শঠিবাড়ী ব্যবসায়ীরা মানববন্ধন ও সমাবেশও করেছিল। এদিকে অবস্থান ধর্মঘট শেষে শঠিবাড়ী বাজারের সকল ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করা হয়। ব্যবসায়ীদের অভিযোগ, ঐতিহ্যবাহী শঠিবাড়ী বাজারের ৫ দশমিক ৪২ একর সম্পত্তির মধ্যে ৩ একর সম্পতি কয়েক প্রভাবশালী অবৈধভাবে ভোগদখল করছে। তারা সরকারী হাটবাজারের জায়গা অবৈধভাবে দখল করে সেখানে পাকা দালান, বিভিন্ন অবকাঠামো নির্মাণ করে হাটবাজারে আসা-যাওয়ার সাধারণ মানুষজনের চলাচল বন্ধ করে দিয়েছে। এতে শঠিবাড়ী বাজারের তোহা বাজার, গরুরহাট, কাঁচাবাজার বসানোর জায়গার চরম সঙ্কট দেখা দিয়েছে।
×