ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নর্থ সাউথ ভার্সিটিতে কর্মশালা

প্রকাশিত: ০৬:৩২, ৩১ অক্টোবর ২০১৬

নর্থ সাউথ ভার্সিটিতে কর্মশালা

শনিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) সপ্তমবারের মতো পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিষয়ক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। নাগরিক ক্ষমতায়নের মাধ্যমে উন্নয়ন ত্বরান্বিত করা- এমন প্রতিপাদ্য নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং পাবলিক পলিসি ও গর্ভানেন্স প্রোগ্রাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। জেনারেল ইকোনমিক্স ডিভিশন, প্লানিং কমিশনের সিনিয়র সেক্রেটারি অধ্যাপক শামসুল আলম এতে মূলপ্রবন্ধ পাঠ করেন। বক্তব্য রাখেন এনএসইউ চেয়ারম্যন আজিম উদ্দিন আহমেদ, পরিকল্পনা বিভাগের সচিব তারিক-উল ইসলাম, এমপিপিজি প্রোগ্রামের পরিচালক অধ্যাপক তৌফিক এম হক। সেমিনার শেষে অংশগ্রহণকারীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় গতবারের (৬ষ্ঠ তম) পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাফল্য, ত্রুটি, সমস্যাবলী সমাধানের সুযোগ ইত্যাদি নিয়ে মাল্টিমিডিয়া উপস্থাপনা করা হয়। -বিজ্ঞপ্তি
×