ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রমিক-জনতা সংঘর্ষ ॥ আহত ৫০

প্রকাশিত: ০৬:৩২, ৩১ অক্টোবর ২০১৬

শ্রমিক-জনতা সংঘর্ষ ॥ আহত ৫০

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৩০ অক্টোবর ॥ পল্লী বিদ্যুতের ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে নারীসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। এদের মধ্যে ১৬ জনকে আহত অবস্থায় বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুরে বাউফল শহরের ফোরকানীয়া মাদ্রাসার কাছে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই এলাকায় ৩৮ পরিবার দীর্ঘদিন ধরে বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত। ওইদিন দুপুর ১টার দিকে পল্লী বিদ্যুতের ঠিকাদারী প্রতিষ্ঠান আবুল কালাম আজাদের ১৫-২০ শ্রমিক ঘটনাস্থলের কাছে দাশপাড়া গ্রামে সুবিধা বঞ্চিত কয়েক পরিবারের জমির উপর খাম্বা পুঁতে বিদ্যুত লাইন টানার কাজ করছিল। এ সময় লতিফ হাওলাদার কাজে বাধা দিলে ঠিকাদারের শ্রমিক তাকে মারধর করে। এ খবর ছড়িয়ে পরলে ওই এলাকার ৫০-৬০ নারী-পুরুষ একত্রিত হয়ে শ্রমিকদের ওপর চড়াও হলে সংঘর্ষ বাধে। আক্কেল মেম্বার অভিযোগ করেন, পল্লী বিদ্যুতের ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকরা খাম্বায় ওঠার লোহার রড দিয়ে নারী-পুরুষদের এলোপাথারি পিটিয়েছে। এ ছাড়াও শিল্পী, জুলেখা, রিনা, চান বিবি, ফরিদা বেগম, মালেকা বেগম, ফাতেমা বেগম, রিতাসহ ১০-১২ নারীর পরনের কাপড় টেনে খুলে ফেলেছে। তাদের বিলের পানিতে চুবিয়েছে। অপরদিকে এ ঘটনার পর মামলা আতঙ্কে ওই এলাকার পুরুষরা বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছে। এ বিষয়ে বাউফল থানার ওসি আযম খান ফারুকী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
×