ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লেখা শেখাবে গুগল গ্লাস!

প্রকাশিত: ০৬:২৪, ৩১ অক্টোবর ২০১৬

লেখা শেখাবে গুগল গ্লাস!

জর্জিয়া ইন্সটিটিউট গবেষণা চালিয়ে জানিয়েছেন, মাত্র চারঘণ্টায় সাঙ্কেতিক লেখা শেখাবে গুগল গ্লাস। কোন প্রকার সিগন্যাল ছাড়াই সাঙ্কেতিক লেখা শিখতে পারবেন শিক্ষার্থীরা। গুগল গ্লাসের স্পিকার সিস্টেমে ১৫ হার্জের কম ফ্রিকোয়েন্সির সিগন্যাল পাঠিয়ে ভাইব্রেশন তৈরি করা হয়। কানের কাছে ভাইব্রেশন দিয়ে বারবার বলা সঙ্কেত মনে গেঁথে যাবে। -ওয়েবসাইট
×