ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দক্ষিণ চীন সাগরে মাছ ধরতে ফিলিপিন্সের বাধা নেই

প্রকাশিত: ০৬:২৩, ৩১ অক্টোবর ২০১৬

দক্ষিণ চীন সাগরে মাছ  ধরতে ফিলিপিন্সের  বাধা নেই

গত সপ্তাহে প্রেসিডেন্ট রডরিগো দুতের্তের বেজিং সফরের পর থেকে দক্ষিণ চীন সাগরে ফিলিপিন্সের উপকূলের অদূরে স্কারবোরো শোলের চারদিকে মাছ ধরতে চীন ফিলিপিনো জেলেদের আর বাধা দিচ্ছে না। খবর ওয়াল স্ট্রিট জার্নালের। ফিলিপিন্সের প্রেসিডেন্টের মুখপাত্র আর্নোস্টে এ্যাবেলা ম্যানিলার সাংবাদিকদের বলেছেন, গত তিন দিন ধরে দেখা যাচ্ছে যে, ওই এলাকায় চীনা উপকূলীয় গার্ডের কোন সদস্য নেই এবং মাছ ধরার ফিলিপিনো নৌকাগুলোকে আর বাধা দেয়া হচ্ছে না। চীনা জাহাজ দীর্ঘদিন ধরে এ এলাকায় ফিলিপিনো জেলেদের কাজে বাধা দিয়ে আসছিল। এলাকাটি বেশ সমৃদ্দ মৎস্য সমৃদ্ধ এবং দুটি দেশেরই দাবি, তাদের ন্যায্য অধিকার রয়েছে এখানে। হেগে আন্তর্জাতিক আদালত জুনে এক রুলিংয়ে বলেছে যে, স্কারবোরো চড়ার ওপর কোন দেশেরই সার্বভৌম অধিকার নেই এবং তাই প্রায় পুরো দক্ষিণ চীন সাগরে চীনের দাবির কোন আইনগত ভিত্তি নেই। এ রায় ফিলিপিন্সের জন্য এক বিজয় হিসেবে ধরে নেয়া হয়েছিল ব্যাপকভাবে। কিন্তু দুতের্তে বলেছেন, তিনি চীনের সঙ্গে উষ্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টায় বিরোধকে ধর্তব্যের মধ্যে নিয়ে আসছেন না। ফিলিপিন্সের শক্তিশালী ফিশিং লবিও মাছ ধরার এলাকাটিতে নির্বিঘেœ প্রবেশে আলোচনার জন্য দুতের্তের ওপর চাপ প্রয়োগ করে আসছিল। বর্তমান পরিস্থিতি বহাল থাকলে তা দুতের্তের জন্য আরও একটি সুবিধা বয়ে আনতে পারে। দুতের্তে বলেছেন, তিনি বেজিং সফরের সময় মাছ ধরার অধিকার নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করেছেন। সে সময় তিনি এ ঘোষণাও দিয়েছেন যে, ফিলিপিন্স যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকবে না এবং তিনি এমন এক পররাষ্ট্রনীতি অনুসরণ করবেন যাতে ওয়াশিংটনের সহযোগী হিসেবে ফিলিপিন্সের অবস্থান গ্রহণ সব সময় সম্ভব হবে না। দুতের্তে চীনের সঙ্গে দুই হাজার ৪শ’ কোটি ডলারের অর্থনৈতিক সমঝোতা ও বানিজ্য চুক্তি স্বাক্ষর করে শুক্রবার বেজিং ত্যাগ করেন। দুতের্তে জুনে ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্র ফিলিপিন্সÑ সম্পর্ক বিষয়ে প্রায়ই বেশকিছু স্থূল মন্তব্যের ব্যাপারে ওয়াশিংটন ও অন্যত্র বিস্ময় ও সংশয় প্রকাশ করেন।
×