ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আগুনে পুড়ে ধসে গেছে ব্রিটেনের প্রাচীনতম হোটেল

প্রকাশিত: ০৬:২২, ৩১ অক্টোবর ২০১৬

আগুনে পুড়ে ধসে গেছে ব্রিটেনের প্রাচীনতম হোটেল

ব্রিটেনের সবচেয়ে পুরনো হোটেল রয়্যাল ক্ল্যারেন্স ভয়াবহ অগ্নিকা-ের পর ধসে পড়তে শুরু করেছে। ডেভন কাউন্টির এক্সেটার শহরে ১৭৬৯ সালে হোটেলটি নির্মাণ করা হয়। রয়্যাল ক্ল্যারেন্স হোটেলে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে আগুন জ্বলছে। হোটেলের সামনের দিকের কিছু অংশ এরই মধ্যে ধসে পড়েছে। খবর বিবিসির। শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে হোটেলের পাশের একটি গির্জায় আগুনের সূত্রপাত। পরে তা পুরো হোটেলে ছড়িয়ে পড়ে। গির্জা থেকে আগুন ক্যাসেল ফাইন আর্ট গ্যালারি, একটি ক্যাফে ও রয়্যাল ক্ল্যারেন্স হোটেলে ছড়িয়ে পড়ে। অগ্নিনির্বাপক বাহিনীর এক মুখপাত্র বলেন, আগুনে গ্যালারি ও হোটেল ধ্বংস হয়ে গেছে। কী কারণে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি। চীফ ফায়ার অফিসার লি হোয়েল বলেন, এ ঘটনায় কেউ আহত হয়নি। এ জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। কিন্তু এ ঘটনায় এলাকাবাসী একটি ঐতিহাসিক ভবন খুইয়েছে। যেটা নগরীর মাইলফলকগুলোর একটি ছিল। অগ্নিকা-ের সময় অস্ট্রেলিয়ার পর্যটক লুসি হোটেলে ছিলেন। স্থানীয় একটি রেডিওকে তিনি বলেন, ৫টার দিকে ফায়ার এ্যালার্মের বিকট শব্দে আমার ঘুম ভাঙ্গে। কেউ আমার দরজায় জোরে আঘাত করছিল। জানালা দিয়ে চারদিকে আমি কমলা রঙের আগুনের শিখা দেখতে পাই। আমি আমার পাসপোর্টটি আঁকড়ে ধরে কোন রকমে নিচে নামি। ওই সময় পুরো ভবন জ্বলছিল।
×