ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নৌযানে অস্ট্রেলিয়া ঢুকলে আজীবন ভিসা নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৬:২২, ৩১ অক্টোবর ২০১৬

নৌযানে অস্ট্রেলিয়া  ঢুকলে আজীবন  ভিসা নিষেধাজ্ঞা

অস্ট্রেলিয়ার আশ্রয় প্রত্যাশীদের জন্য নতুন কঠোর পরিকল্পনা করেছে দেশটি। যারা নৌযানে করে দেশটিতে প্রবেশ করবে তাদের ভিসার ওপর আজীবন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এমনকি যারা ব্যবসার জন্য ও পর্যটক হিসেবে ভ্রমণ করবে অথবা কেউ কোন অস্ট্রেলীয়কে বিয়ে করলে তার ওপরও এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। খবর বিবিসির। দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেছেন, এ পদক্ষেপ মানব পাচারকারীদের বিরুদ্ধে সম্ভাব্য কঠোরতম বার্তা। এ সপ্তাহের শেষদিকে দেশটির পর্লামেন্টে নিষেধজ্ঞা প্রস্তাব উত্থাপন করা হবে। ২০১৩ সালের ১৯ জুলাই থেকে যাদের নাউরু ও মানুষ দ্বীপে পাঠানো হয়েছে তাদেরসহ যারা নিজ দেশে ফেরত গেছে তাদের ক্ষেত্রে নতুন এ আইন প্রযোজ্য হবে। এ আইনে শিশুদের অব্যাহতি দেয়া হবে। টার্নবুল বলেছেন, এটি মানব পাচারকারী গ্যাং ও অস্ট্রেলীয় জনগণের মধ্যে একটি যুদ্ধ। মানব পাচরকারীরা সবচেয়ে জঘন্য অপরাধী। তদের রয়েছে কোটি কোটি ডলারের বাণিজ্য। তাদের অপরাধ পরিকল্পনাকে না বলতে আমাদের দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে। শরণার্থী ও আশ্রয় প্রত্যাশীদের ওপর এই কঠোর নীতির জন্য অস্ট্রেলিয়া সমলোচনার মুখে পড়েছে। এ মাসের শুরুতে এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নাউরুতে আশ্রয় শিবিরকে একটি উন্মুক্ত কারাগারের সঙ্গে তুলনা করে।
×