ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে সপ্তাহব্যাপী আয়করমেলা শুরু কাল

প্রকাশিত: ০৫:৫১, ৩১ অক্টোবর ২০১৬

চট্টগ্রামে সপ্তাহব্যাপী আয়করমেলা শুরু কাল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে কাল মঙ্গলবার শুরু হচ্ছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। আয়কর বিষয়ক শিক্ষা, করবান্ধব পরিবেশ সৃষ্টি, কর বিষয়ে অহেতুক ভীতি দূর করা এবং করের সঙ্গে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং কর প্রদানে নাগরিকদের উৎসাহিত করাই এ মেলার লক্ষ্য। নগরীর জিইসি কনভেনশন হলে মেলা উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। চট্টগ্রামের চারটি কর অঞ্চলের (১, ২, ৩ ও ৪) যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। রবিবার নগরীর আগ্রাবাদে অবস্থিত সরকারী কার্য ভবনে সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কর অঞ্চল-১ এর কমিশনার মোঃ নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন মেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও কর আপীল অঞ্চলের কমিশনার মাহবুব হোসেন, চট্টগ্রাম কর অঞ্চল-২ এর কমিশনার প্রদ্যুৎ কুমার সরকার, কর অঞ্চল-৩ এর কমিশনার মোতাহার হোসেন, কর অঞ্চল-৪ এর কমিশনার আহমদ উল্লাহ, অতিরিক্ত কর কমিশনার বজলুল কবির ভুঁইয়া প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ২০০৮ সাল থেকে আয়কর দিবস উদযাপন এবং ২০১০ সাল থেকে আয়কর মেলা আয়োজনের ফলে জনগণের মধ্যে সচেতনতা বেড়েছে। জাতীয় বাজেটে প্রত্যক্ষ করের অবদান বেড়ে চলেছে। জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে আয়কর তথা প্রত্যক্ষ কর আহরণও ক্রমশ বাড়ছে। তিনি বলেন, বিগত এক দশক আগেও বাংলাদেশের অর্থনীতি অনেকাংশে বিদেশী ঋণ ও অনুদাননির্ভর ছিল। কিন্তু আমরা সেই শর্তযুক্ত ঘূর্ণাবর্ত থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। অভ্যন্তরীণ উৎস থেকে আয় বৃদ্ধি পেতে থাকায় দেশ দৃঢ়তার সঙ্গে স্বনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে। এর ফলে দাতাগোষ্ঠী এখন উন্নয়ন সহযোগিতে পরিণত হয়েছে। চট্টগ্রামে সাত দিনের এ আয়কর মেলায় কর প্রদান আগ্রহী এবং কর বিষয়ে জানতে উৎসুক বিপুল মানুষের সমাগম ঘটবে বলে আশা করছে আয়কর বিভাগ। গত বছর চট্টগ্রামের চার কর অঞ্চল থেকে আয়কর আদায় হয়েছিল ৭ হাজার ৫২ কোটি টাকা। এবার ৯ হাজার ৫৫০ কোটি টাকা টার্গেট নির্ধারণ করা হয়েছে।
×