ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চিনির আমদানি শুল্ক তুলে দেয়ার চিন্তা করছে সরকার

প্রকাশিত: ০৫:৫০, ৩১ অক্টোবর ২০১৬

চিনির আমদানি শুল্ক তুলে দেয়ার চিন্তা করছে সরকার

অর্থনৈতিক রিপোর্টার ॥ বর্তমানে প্রতি কেজি চিনি আমদানিতে সরকার নির্ধারিত শুল্ক ২০ টাকারও বেশি। খুচরা বাজারে বর্তমানে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭২ টাকা দরে। স্থানভেদে দর আরও বেশি। এতে সরকারী কোষাগার স্ফীত হলেও জনগণের পকেটের ওপর চাপ বাড়ছে। তাই সরকার ক্রেতার ক্রয়ক্ষমতার কথা চিন্তা করে এ ট্যাক্সের বোঝা কমানোর চিন্তা করছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, এক বছর আগে আন্তর্জাতিক বাজারে প্রতি টন চিনির দর ছিল ৩২৯ ডলার। বর্তমানে সে দর বেড়ে দাঁড়িয়েছে ৫৯০ ডলারে। বিশ্ব বাজারে চিনির দরের এ উল্লম্ফনে গত ৬ মাসে দেশের বাজারে চিনির দর বেড়েছে কেজিতে ৩০ থেকে ৩২ টাকা। কিন্তু এরপরও মাসখানেক আগে কেজিপ্রতি ৫ টাকা দর বাড়ানোর দাবি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে গিয়েছিলেন শীর্ষ চিনি উৎপাদকরা। কারণ হিসেবে প্রতি কেজি চিনি আমদানির চেয়ে বর্তমান বাজারদর কম বলে দাবি করেছিলেন তারা। অন্যদিকে গত মে মাসে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বাজার স্থিতিশীল রাখতে চিনি আমদানির ওপর সরকারী ট্যাক্স প্রত্যাহারের সুপারিশ করেছিল। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, আমদানি করা পণ্যের দর নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে কঠিন। তাই বলে মন্ত্রণালয় হাল ছেড়ে বসে নেই। আমরা সারাক্ষণ বিশ্ব বাজারের সঙ্গে দেশের চলমান বাজারের সামঞ্জস্য মনিটরিং করি।
×