ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রথম প্রান্তিকে চট্টগ্রাম কাস্টমস

রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি

প্রকাশিত: ০৫:৫০, ৩১ অক্টোবর ২০১৬

রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা  অর্জিত হয়নি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৬-১৭ অর্থবছরে প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর মেয়াদে ৮ হাজার ৫৯৯ কোটি ১৭ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল চট্টগ্রাম কাস্টমস। এ সময়ে ৭ হাজার ৮০৩ কোটি ১৬ লাখ টাকা রাজস্ব আদায়ে সক্ষম হয়েছে সংস্থাটি, যা আলোচ্য সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ৭৯৬ কোটি ১ লাখ টাকা বা ৯ দশমিক ২৬ শতাংশ কম। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন না হলেও গত ২০১৫-১৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় আয় বেড়েছে। গত অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর মেয়াদে সংস্থাটির রাজস্ব আদায় হয়েছিল ৬ হাজার ৮৯৫ কোটি ১৬ লাখ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় ৯০৮ কোটি টাকা বা ১৩ দশমিক ১৭ শতাংশ বেড়েছে। চট্টগ্রাম কাস্টমসের দেয়া তথ্য অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে সংস্থাটি রাজস্ব আদায় করেছিল ৩১ হাজার ২৯৯ কোটি ৯১ লাখ টাকা। এর মধ্যে প্রথম প্রান্তিকে আদায় হয়েছিল ৬ হাজার ৮৯৫ কোটি ১৬ লাখ টাকা। ২০১৬-১৭ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৯ হাজার ৬২২ কোটি সাত লাখ টাকা। এর মধ্যে প্রথম প্রান্তিকে আদায় হয়েছে ৮ হাজার ৫৯৯ কোটি ১৭ লাখ টাকা। কাস্টমস সূত্রে জানা যায়, ২০১৬-১৭ অর্থবছরের জুলাই মাসে ২ হাজার ৩৪০ কোটি ৮৬ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এ সময়ে আয় হয়েছিল ২ হাজার ৩২৩ কোটি ৪৯ টাকা; যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৭ কোটি ৩৭ লাখ টাকা বা শূন্য দশমিক ৭৫ শতাংশ কম। আগস্ট মাসে ২ হাজার ৯৬৮ কোটি ৩৪ লাখ টাকা রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার বিপরীতে ৩ হাজার কোটি ৯০ লাখ টাকা আদায় করেছিল কাস্টমস। অর্থাৎ এ সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে ৩২ কোটি ২৬ লাখ টাকা বা ১ দশমিক ০৮ শতাংশ বেশি রাজস্ব আদায় হয়েছে। অর্থবছরের প্রথম দুই মাসে ৫ হাজার ৩০৯ কোটি টাকা রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার বিপরীতে চট্টগ্রাম কাস্টমস আদায় করেছিল ৫ হাজার ৩২৪ কোটি ৩৯ লাখ টাকা। অর্থাৎ ওই সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ কোটি ৩৯ লাখ টাকা বা শূন্য দশমিক ২৯ শতাংশ বেশি রাজস্ব আদায় করেছিল সংস্থাটি। কাস্টমস কর্মকর্তারা জানান, ঈদের পর আমদানি কমে যাওয়া, ব্যাংক গ্যারান্টি, দীর্ঘদিন কাস্টমসের মামলা জট, জনবল সঙ্কটসহ নানা কারণে সেপ্টেম্বর মাসে রাজস্ব আদায় কম হয়েছে।
×