ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অর্থমন্ত্রীর বিবেচনার আশ্বাস স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশিত: ০৫:৪৬, ৩১ অক্টোবর ২০১৬

অর্থমন্ত্রীর বিবেচনার আশ্বাস স্বাস্থ্য খাতে বরাদ্দ  বৃদ্ধির অনুরোধ  স্বাস্থ্যমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি ॥ স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে সংশোধিত বাজেটে বরাদ্দ বৃদ্ধির জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে অনুরোধ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। রবিবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে অর্থমন্ত্রীকে এই অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী। জবাবে অর্থমন্ত্রী স্বাস্থ্য খাতে সংশোধিত বাজেট বাড়ানোর প্রস্তাবটি বিবেচনার আশ্বাস প্রদান করেন। বৈঠকে স্বাস্থ্য খাতে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়ে এবং সিলেট অঞ্চলের জনগণের চিকিৎসাসেবা বাড়ানোর লক্ষ্যে হাসপাতালগুলোতে সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়েও আলোচনা করা হয়। এ লক্ষ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে শয্যা বাড়ানোসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করার জন্য স্বাস্থ্যমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন। প্রতি বিভাগে একটি করে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সিলেটে বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জমি নির্বাচন করে দ্রুত প্রয়োজনীয় কাজ শুরুর বিষয়ে বৈঠকে আলোচনা হয়।
×