ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার মাস্টার দেলু নিহত, বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার

প্রকাশিত: ০৫:৪৫, ৩১ অক্টোবর ২০১৬

না’গঞ্জে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার মাস্টার দেলু নিহত, বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৩০ অক্টোবর ॥ নারায়ণগঞ্জের শীর্ষ ডাকাত সর্দার দেলোয়ার হোসেন ওরফে মাস্টার দেলু (৩৯) র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে তিনটি বিদেশী পিস্তল, একটি বিদেশী রিভলবারসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, গুলি ও তিন লাখ টাকা। গ্রেফতার করা হয়েছে দেলুর তিন সহযোগীকে। রবিবার ভোর পৌঁনে চারটায় গোদনাইলের বার্মাস্ট্যান্ড এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বিকেল সাড়ে তিনটায় আদমজীতে র‌্যাব-১১ এর ব্যাটেলিয়ন সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক (সিও) লে. কর্নেল কামরুল হাসান জানান, দেলুর পিতার নাম মৃত মজিদ ব্যাপারি। তার বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর আলদীবাজার এলাকায়। সে নারায়ণগঞ্জ শহরের নগর খানপুরে বসবাস করে। সংবাদ সম্মেলনে বলা হয়, খুন, ডাকাতি ও চাঁদাবাজিসহ ২১ মামলার আসামি কুখ্যাত ডাকাত সর্দার দেলোয়ার হোসেন ওরফে দেলু সিদ্ধিরগঞ্জের গোদনাইলের বার্মাস্ট্যান্ড এলাকায় ইসমাইল কমান্ডারের বাসায় অস্ত্র ও গোলাবারুদসহ অবস্থান করছে। গোপন এ সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সদস্যরা রবিবার ভোর পৌনে চারটায় বাড়িটি ঘেরাও করে। পরবর্তীতে তিনতলা বাসার দ্বিতীয় তলায় তাদের অবস্থান নিশ্চিত হয়ে তাদের দরজা খুলতে বলা হলে তারা দরজা খোলেনি।
×