ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কুকুর মারলে সোনার মোহর

প্রকাশিত: ০৫:৪৩, ৩১ অক্টোবর ২০১৬

কুকুর মারলে সোনার মোহর

রাাস্তার কুকুরের উপদ্রবে নাকি শান্তিতে হাঁটাচলা করা যাচ্ছে না। তাই ভারতের কেরলের রাস্তার কালো, লাল কুকুরদের মারার জন্য ফরমান জারি করেছে পালা এলাকার সেন্ট থমাস কলেজের এক সংগঠন। যে সংস্থা সব থেকে বেশি রাস্তার কুকুর মারবে, তাদের সোনার মোহর পুরস্কার দেবে তারা। আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই কুকুর মারার প্রতিযোগিতা। হিসাব বলছে, গত ৪ মাসে কেরলে কুকুরের কামড়ে প্রাণ হারিয়েছেন ৪ জন। আহত হয়েছে সাত শতাধিক। তাই রাজ্যজুড়ে কুকুর মারার আহ্বান জানিয়েছে সেন্ট থমাস কলেজের কর্তৃপক্ষ। -এনডিটিভি অবলম্বনে।
×