ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভালুকার হবিড়বাড়ি ইউপি নির্বাচন সোমবার ॥ ৫ স্তরের নিরাপত্তা

প্রকাশিত: ০১:২৩, ৩০ অক্টোবর ২০১৬

ভালুকার হবিড়বাড়ি ইউপি নির্বাচন সোমবার ॥ ৫ স্তরের নিরাপত্তা

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ ॥ ৩১ অক্টোবর সোমবার ভালুকা উপজেলার সবচাইতে জনবহুল ও শিল্পধ্যুষ্যিত ১০ নং হবিরবাড়ি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা প্রশাসন সুষ্ঠু ভোট গ্রহনের জন্য বিজিবি, র্যা ব, পুলিশ ও আনসার ভিডিপি সমন্বয়ে ৫ স্তরের নিরাপত্বা ব্যাবস্থা গ্রহনের মাধ্যমে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ১৩ টি ভোট কেন্দ্রে সকাল ৮ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হবে। রবিবার প্রিজাইডিং অফিসারগন নিজ নিজ ভোট কেন্দ্রের নির্বাচনী সামগ্রী নিয়ে নিজ নিজ কেন্দ্রে চলে যান। উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার জানান, চার জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে বিজিবিও র্যাআবের সমন্বয়ে ৪ টি ভ্রাম্মমান আদালত সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন। এ ছাড়াও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সার্বক্ষনিক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষন করবেন। ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) জানান, প্রত্যেক ভোট কেন্দ্রে একজন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ৮ জন পুলিশ সদস্য ও ২২ জন আনসার–ভিডিপি সদস্যরা সার্বক্ষনিক নিরাপত্তা কাজে নিয়োজিত থাকবেন। উপজেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম জানান অবাধ ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। হবিরবাড়ি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রার্থীরা হলেন, আওয়ামীলীগের তোফায়েল আহম্মেদ, বিএনপির খলিলুর রহমান, স্বতন্ত্র প্রার্থীরা হলেন মাহমুদা খানম, খোকা মিয়া, বেনজিদ ইসলাম, আবুল কালাম ও বেলাল ফকির। এদের মাঝে যুবলীগ নেতা আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আবুল কালাম নৌকার সমর্থনে প্রতিদ্বন্দ্বীতা থেকে সড়ে দাড়িয়েছেন। এছাড়াও ৩ টি সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১২ জন ও সাধারন ৯ টি মেম্বার পদের জন্য ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। নির্বাচনে ৪৯ হাজার ৫ শত ৫৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন ।
×