ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গোল্ডেন হার্ভেস্টের আর্থিক হিসাবে গরমিল

প্রকাশিত: ২৩:১১, ৩০ অক্টোবর ২০১৬

গোল্ডেন হার্ভেস্টের আর্থিক হিসাবে গরমিল

অর্থনৈতিক রিপোর্টার ॥ গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো ইন্ডাষ্ট্রিজ গরমিল আর্থিক হিসাব প্রকাশের মাধ্যমে বিনিয়োগকারীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে। এছাড়া কোম্পানিটি শেয়ারহোল্ডারদের বোনাস শেয়ার প্রদানে আবদ্ধ থাকায় লভ্যাংশ প্রদান অনুপাত (ডিভিডেন্ড পে-আউট রেশিও) রয়েছে শূন্যের কোঠায়। ২০১৩ সালে তালিকাভুক্ত হওয়া গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো ইন্ডাষ্ট্রিজ ৫ বারের মধ্যে ৪ বারই বোনাস শেয়ার ঘোষণা করেছে। যাতে কোম্পানিটির তালিকাভুক্ত হওয়ার পরে অধিকাংশ সময় লভ্যাংশ প্রদান অনুপাত রয়েছে শূন্যের কোঠায়। ২০১৫-১৬ অর্থবছরে কোম্পানি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে (সমন্বিত) ১.৯৮ টাকা। এর বিপরীতে কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে। যাতে এ বছরও ডিভিডেন্ড পে-আউট রেশিও শূন্য থাকবে। ডিএসই’র ওয়েবসাইটে গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো ইন্ডাষ্ট্রিজের প্রোফাইলে দেখা গেছে, কোম্পানি ১ম, ২য় ও ৩য় প্রান্তিকে পৃথকভাবে যে হিসাব দিয়েছে তা কোম্পানিরই প্রদত্ত ৩ প্রান্তিকের (৯ মাস) মোট যোগফলের সাথে মিলছে না। ফলে এই গরমিল হিসাবকে ডিএসই কর্তৃপক্ষ লাল চিহ্নিত করে রেখেছে। ২০১৬ সালের ৩০ জুনে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.৭২ টাকা। কোম্পানির ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য আলোচ্য বিষয় চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী ২৯ ডিসেম্বর দুপুর ১২টায় গাজীপুরে কোম্পানির ফ্যাক্টরী প্রাঙ্গনে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর কোম্পানির শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামী ২৪ নবেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, রবিবার লেনদেন শেষে কোম্পানির শেয়ার দর ২৬.৬০ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ১০.৭৬ শতাংশ। বৃহস্পতিবার কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর ছিল ২৪.১০ টাকা।
×