ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধামইরহাটে আদিবাসী যুবতীকে ধর্মান্তরিত করে বিয়ে

প্রকাশিত: ২১:১৬, ৩০ অক্টোবর ২০১৬

ধামইরহাটে আদিবাসী যুবতীকে ধর্মান্তরিত করে বিয়ে

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর ধামইরহাটে এক আদিবাসী যুবতীকে ধর্মান্তরিত করে বিয়ের পর তাকে নির্যাতন, এবং জোর পূর্বক সন্তান নষ্টের জন্য ওষুধ খাইয়ে গর্ভবতী ওই যুবতীর গর্ভপাতের মাধ্যমে ভ্রুণ হত্যার অভিযোগে থানায় অভিযোগ দেয়া হয়েছে। পুলিশ এব্যাপারে কোন মামলা রেকর্ড না করে একটি জিডি এন্ট্রি করে ওই ভ্রুণটির ময়না তদন্তের জন্য শনিবার নওগাঁ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ভিকটিম আদিবাসী ওই যুবতী পার্শ্ববর্তী জয়পুরহাট আধুনিক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আজ রবিবার ভিকটিমের বাবা দেবেন মার্ডি জানান, তার মেয়ে ইস্তেল মার্ডি (২০)ওরফে রাখিকে ধামইরহাট উপজেলার মইশড় গ্রামের নজরুল ইসলামের ছেলে মোঃ রেজা (২৮) প্রেমের সম্পর্ক সৃষ্টি করে প্রায় ১০ মাস আগে এফিডেভিট মূলে ধর্মান্তরিত করে বিয়ে করে। বর্তমানে মেয়েটি ৬ মাসের অন্তঃসত্বা। বিয়ের প্রায় ৮ মাস পর প্রতারক রেজা ১ম স্ত্রীর অনুমতি ছাড়া হযরতপুর (শালপুকুর) গ্রামের আনোয়ারের মেয়ে আমেনা (২২) কে দ্বিতীয় বিয়ে করে। এদিকে আদিবাসী ধর্মান্তরিত যুবতী ইস্তেল মার্ডি ওরফে রাখিকে সন্তান নষ্ট করার বিষয়ে স্বামী রেজা চাপ সৃষ্টি করে। এতে ১ম স্ত্রী ইস্তেল মার্ডি ওরফে রাখি রাজি না হলে শুক্রবার রাতে (২৮ অক্টোবর) জয়পুরহাট নিয়ে গিয়ে তাকে ওষুধ খাইয়ে ইস্তেল মার্ডির একটি মৃত ভ্রুণ প্রসব করানো হয়। এ বিষয়ে ভিকটিমের বাবা দেবেন মার্ডি বাদী হয়ে ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করলে থানা পুলিশ তা মামলা হিসেবে রেকর্ড না করে জিডিভুক্ত করে ওই ভ্রুণটি ময়না তদন্তে পাঠায়।
×