ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইতালিতে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রকাশিত: ২০:১১, ৩০ অক্টোবর ২০১৬

ইতালিতে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

অনলাইন ডেস্ক ॥ ইতালির মধ্যাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস’র বরাত দিয়ে এ কথা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ইউএসজিএস জানায়, রোববার সকালে দেশটির আমব্রিয়া অঞ্চলের রাজধানী পেরুগিয়া শহরের পূর্ব দক্ষিণ-পূর্বাঞ্চলের ৬৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০৮ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের তীব্রতায় রাজধানী রোমসহ পুরো ইতালি কেঁপে ওঠে বলে জানায় সংবাদমাধ্যম। তবে, তৎক্ষণাৎ কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
×