ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাজিতপুরে তিন গুণীজনকে সম্মাননা প্রদান

প্রকাশিত: ১৮:২৫, ৩০ অক্টোবর ২০১৬

বাজিতপুরে তিন গুণীজনকে সম্মাননা প্রদান

নিজস্ব সংবাদদদাতা, কিশোরগঞ্জ ॥ বিশ্ব বাংলার কবি ও কবিতানুরাগীদের অংশগ্রহণে জেলার বাজিতপুরের বলিয়ারদী সাপলেঞ্জা আবদুল মান্নান স্বপন উচ্চ বিদ্যালয়ে গতকাল শনিবার দিনব্যাপী বাংলা কবিতা দিবস উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের আয়োজনে এ উৎসবে কলকাতাসহ দেশের বিভিন্ন স্থান থেকে কবি-সাহিত্যকরা অংশ নেন। এ বছর কবিতা সাহিত্যে কলকাতার কবি অজিত বাইড়ি ও কবি আব্দুস শুকুর খান এবং শিক্ষাক্ষেত্রে শিক্ষাবিদ ফজলে এলাহী মোঃ গোলাম কাদেরকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে। উৎসবের উদ্বোধনী ও শুভেচ্ছা বক্তৃতা করেন কবিতা দিবসের প্রবর্তক বরেণ্য কবি সাযযাদ কাদির ও ধমনি সম্পাদক আবদুল মান্নান স্বপন। আলোচনায় অংশ নেন অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী, কবি ও গবেষক প্রাকৃতজ রনি টিটন, কবি শিবলি মুক্তাদির, কবি চৌধুরী বাবুল বড়–য়া, কবি রুহুল কাদির, কবি রোকেয়া ইউসুফ, কবি ক্যামিলিয়া আহমেদ প্রমুখ। স্বরচিত কবিতা-ছাড়া পাঠে অংশ নেন ছড়াকার বিজন কান্তি বণিক, লেখক শহিদুল ইসলাম ফারুক, কবি সাদরুল উলা, কবি আমিনুল ইসলাম সেলিম, কবি আহমেদ তানভীর প্রমুখ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা অংশ নেয়। উৎসবে প্রাঙ্গণে বইমেলাসহ দিনব্যাপী আয়োজন উপভোগ করতে সাহিত্য ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত হয়।
×