ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভর্তি পরীক্ষায় ‘দায়িত্বে অবহেলা’ ॥ জগন্নাথের শিক্ষক-কর্মচারী সাসপেন্ড

প্রকাশিত: ০৯:০৮, ৩০ অক্টোবর ২০১৬

ভর্তি পরীক্ষায় ‘দায়িত্বে অবহেলা’ ॥ জগন্নাথের শিক্ষক-কর্মচারী সাসপেন্ড

বিডিনিউজ ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ‘দায়িত্বে অবহেলা ও নৈতিকতা বিরোধী’ কাজের অভিযোগে এক শিক্ষক ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এরা হলেন ব্যবস্থাপনা অধ্যয়ন বিভাগের প্রভাষক দেওয়ান বদরুল হাসান ও একই বিভাগের কর্মচারী এমদাদুল হক। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের সাময়িক বরখাস্তের কথা জানিয়ে বলা হয়, গত শুক্রবার ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দায়িত্বে অবহেলা ও নৈতিকতা বিরোধী কাজের অভিযোগের প্রেক্ষাপটে ব্যবস্থাপনা অধ্যয়নের শিক্ষক বদরুল হাসান ও কর্মচারী এমদাদুল হককে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া অভিযোগ তদন্তে আইন অনুষদের ডিন অধ্যাপক আলী আক্কাসকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
×