ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাবি শিক্ষার্থী লিপু হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৮:৩২, ৩০ অক্টোবর ২০১৬

রাবি শিক্ষার্থী লিপু হত্যার প্রতিবাদে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ রাবি ছাত্র লিপু হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। শনিবার সকালে রাজু ভাস্কর্যের সামনে এই মানববন্ধন করা হয়। এতে ঢাবি, জাবি, রাবি, জবি ও ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ দেশের ৮ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মানববন্ধন থেকে লিপু হত্যার সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচারের দাবি জানানো হয়। ঢাবি শিক্ষার্থী ইমরান খান বলেন, লিপু হত্যার দশ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। প্রশাসনের উদাসীনতার জন্য লিপু হত্যা তদন্তের কোন অগ্রগতি হয়নি। লিপু হত্যায় জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান তিনি। রাবি শিক্ষার্থী রেন্টু বলেন, রাবিতে এই নিয়ে ৪৬ হত্যাকা-ের ঘটনা ঘটেছে। কিন্তু কোন হত্যাকা-েরই বিচার হচ্ছে না। এমন বিচারহীনতার সংস্কৃতি চালু থাকলে হত্যাকারীরা উৎসাহিত হবে। তিনি লিপু হত্যার সঠিক তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি করেন। গত ২০ অক্টোবর সকালে রাবির আব্দুল লতিফ হলের ড্রেনে মোতালেব হোসেন লিপুর লাশ পাওয়া যায়। এই ঘটনায় লিপুর রুমমেট মনিরুজ্জামানকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার দেখাতে পারেনি।
×