ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মো. তানভীর ইয়াসির

উন্নয়নে দাতাদের অর্থ ছাড় কমেছে

প্রকাশিত: ০৫:৫৯, ৩০ অক্টোবর ২০১৬

উন্নয়নে দাতাদের অর্থ ছাড় কমেছে

উন্নয়নমূলক কাজে বাংলাদেশ বিপুল পরিমাণে বৈদেশিক সহায়তা পেয়ে থাকে। চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) প্রতিশ্রুত বৈদেশিক সহায়তার ৫০ কোটি মার্কিন ডলার অর্থ ছাড় হয়েছে। এর মধ্যে ঋণ ৪২ কোটি ৭৬ লাখ এবং অনুদান ৭ কোটি ২৪ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে অর্থ ছাড়ের পরিমাণ ছিল ৫০ কোটি ২২ লাখ মার্কিন ডলার। এ হিসাবে ছাড় কমেছে ২২ লাখ ডলার সমপরিমাণ অর্থ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ হালনাগাদ হিসাব থেকে এ তথ্য জানা গেছে। ইআরডি সূত্র জানায়, গত অর্থবছরের একই সময়ের চেয়ে চলতি অর্থবছর বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাস প্রতিশ্রুতি এসেছে প্রায় ১ হাজার ২০৩ কোটি ২ লাখ মার্কিন ডলার। এর মধ্যে ঋণের পরিমাণ প্রায় ১ হাজার ২০০ কোটি ৪১ লাখ এবং অনুদান প্রায় ২ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ হার ছিল মাত্র ৫ কোটি ২৮ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, এর পুরোটাই ছিল অনুদান। এ বিষয়ে ইআরডির কর্মকর্তারা জানান, এ বছর রূপপুর পারমাণবিক বিদ্যুতকেন্দ্রের জন্য একবারেই রাশিয়া প্রায় ১২শ’ কোটি ডলার প্রতিশ্রুতি দিয়েছে। তাই মোট প্রতিশ্রুতির পরিমাণ এতো বেশি বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া চলতি অর্থবছরের প্রথম তিন মাসে সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে মোট ২৩ কোটি ২১ লাখ মার্কিন ডলার। এর মধ্যে আসলের পরিমাণ ছিল ১৭ কোটি ২৮ লাখ এবং সুদের পরিমাণ ৫ কোটি ৯৩ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল মোট ২৩ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার। এর মধ্যে আসলের পরিমাণ ১৮ কোটি ১৯ লাখ এবং সুদের পরিমাণ ৫ কোটি ৫৮ লাখ মার্কিন ডলার। ইআরডি আরও জানায়, উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশের মধ্যে সবচেয়ে বেশি প্রতিশ্রুতি এসেছে রাশিয়া থেকে। কিন্তু এটিকে ব্যতিক্রম বলা হচ্ছে। কেননা প্রতিবছর এত বড় পরিমাণের প্রতিশ্রুতি নাও আসতে পারে।
×