ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শারজায় শেষ টেস্ট শুরু আজ, হোয়াইটওয়াশ এড়াতে লড়বে ক্যারিবীয়রা

পাকিস্তানের সামনে ইতিহাস গড়ার হাতছানি

প্রকাশিত: ০৫:৪৯, ৩০ অক্টোবর ২০১৬

পাকিস্তানের সামনে ইতিহাস গড়ার হাতছানি

স্পোর্টস রিপোর্টার ॥ ‘অবিশ্বাস্য’ শব্দটা পাকিস্তানের সঙ্গে যায় না, ক্রিকেটে দলটির অপর নাম যে ‘আনপ্রেডিক্টেবল’! এই বদনাম ঘোঁচাতে সেই তারাই কিনা দারুণ এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে। প্রথমে সরফরাজ আহমেদের নেতৃত্বে টি২০তে ৩-০, এরপর আজহার আলিদের ৩-০এ ওয়ানডে সিরিজ জয়, অতঃপর এক ম্যাচ হাতে রেখেই টেস্ট সিরিজ (২-০তে) পকেটে পুরেছে মিসবাহ-উল হকের দল। শারজায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ থেকে শুরু হচ্ছে তৃতীয় ও শেষ টেস্ট। এখানেও জয়রথ অব্যাহত থাকলে এক সিরিজে কোন দেশের বিপক্ষে ৯-০’তে জয়ের নতুন রেকর্ড গড়বে পাকিস্তান! যেটি ইতিহাসে আর কোন দেশেরই নেই। দুটি ম্যাচেই প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে উজ্জীবিত মিসবাহ-বাহিনী। অন্যদিকে ‘হোয়াইটওয়াশের’ লজ্জা এড়াতে লড়বে জেসন হোল্ডারের ওয়েস্ট ইন্ডিজ। মরুর দেশে খেলা শুরু বাংলাদেশ সময় বেলা বারোটায়। ইংল্যান্ড সফরে ২-২এ সিরিজ ড্র করে প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল মিসবাহর পাকিস্তান (বর্তমানে দ্বিতীয়, শীর্ষে ভারত)। ওই সফরে শেষ ওয়ানডে আর টি২০তেও জিতেছিল পাকিরা। সে হিসেবে ইতোমধ্যে টানা ১০টি আন্তর্জাতিক ম্যাচ জেতা হয়ে গেছে! নাহ, দলটি সত্যি সত্যি ‘আনপ্রেডিক্টেবল’ পদবি মুছে ফেলতে যাচ্ছে! দুবাইয়ে অনুষ্ঠিত প্রথম টেস্টটি ছিল উপমহাদেশের মাটিতে প্রথম ডে-নাইট টেস্ট ম্যাচ। কিছুটা উত্তেজনা ছড়ালেও সেখানে ৫৬ রানের জয় দিয়ে শুরু। আবুধাবীর দ্বিতীয় লড়াইয়ে ক্যারিবীয়রা পাত্তাই পায়নি। মিসবাহদের জয় ১৩৩ রানের বিশাল ব্যবধানে। ইউনুস খান, আসাদ শফিক, আজহারদের নিয়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপ, লেগস্পিনার ইয়াসির শাহ দুর্দন্ত ফর্মে। প্রথম দুটি টেস্ট কোনমতে পঞ্চমদিনে টেনে নিতে পারলেও শারজায় জিতে ‘হোয়াইটওয়াশ’ এড়াতে হলে ক্যারিবীয়দের অতিমানবীয় কিছু করতে হবে। পাকিস্তান কোচ মিকি আর্থার অবশ্য প্রতিপক্ষকে এতটকু ছাড় দিতে নারাজ, ‘অবশ্যই আমরা কিছুটা রুঢ় হতে চাই। এখানে সিরিজ শেষে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো গুরুত্বপূর্ণ সফরে পাঁচটি টেস্ট রয়েছে। সেসব নিয়ে আমাদের একটি পরিকল্পনা আছে। প্রতিটি টেস্টই ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আসে। তাই প্রতিটি ম্যাচে নিজেদের ছাড়িয়ে যেতে হবে। ভাল দল হয়ে উঠতে আপনাকে প্রতিনিয়ত নতুন কিছু করতে হবে। আমরা আরও আগ্রাসী ক্রিকেট খেলে সিরিজ শেষ করতে চাই।’ শারজাহ থেকেই সরাসরি নিউজিল্যান্ডে উড়ে যাবে পাকিস্তান। ক্রাইস্টচার্চে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ১৭ নবেম্বর থেকে। ভাল ফলের পাশাপাশি ক্রিকেটারদের ব্যক্তিগত পারফর্মেন্সেরও উন্নতি চান আর্থার। ‘হাইপ্রোফাইল’ অস্ট্রেলিয়ান বলেন, ‘দলের পাশাপাশি আমি চাই প্রত্যেক ক্রিকেটার ব্যক্তিগতভাবে আরও ভাল খেলুক। তাদের মধ্যে উন্নতির ধারাবাহিকতা দেখতে চাই। ২-০তে সিরিজ নিশ্চিত হলেও আগের দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের লড়াই করার মানসিকতার প্রশংসাই করেছেন আর্থার। পাকিস্তান কোচের মতে, ‘প্রতিপক্ষকে খাটো করে দেখলে চলবে না। ভবিষ্যতের কথা মাথায় রেখে ওরা তারুণ্যনির্ভর দল নিয়ে এসেছে।’ এই টেস্টে বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজের ফেরার সম্ভাবনা রয়েছে, অথচ ডানহাতি ইমরান খানকেও দেখা যেতে পারে। মোহাম্মদ আমির তো আছেনই। শারজাহর ফ্ল্যাট উইকেটের কথা চিন্তা করে তুখোড় ইয়াসিরের সঙ্গে দুই বাঁহাতি স্পিনার জুলফিকার বাবর ও মোহাম্মদ নওয়াজকেও অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে ইয়াসিরই যে ‘ফ্যাক্টর’ সেটি না বললেও চলে। ১০ উইকেট নিয়ে দ্বিতীয় টেস্টের ম্যাচসেরা এই লিগস্পিনার সিরিজে দুই ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট! অন্যদিকে ক্যারিবীয় দলে পেসার মিগুয়েল কামিন্সের পরিবর্তে ১৯ বছরের তরুণ আলজারি জোসেফকে দেখা যেতে পারে। সিরিজ হারলেও দুটি টেস্ট থেকে ইতিবাচক দিকগুলো খুঁজে নিয়ে লড়াই করতে চান হোল্ডার। অভিজ্ঞতাই দু’দলের বড় পার্থক্য বলেও মনে করেন তিনি। উইন্ডিজ অধিনায়ক ব্যাটিংয়ে অভিজ্ঞ ড্যারেন ব্রাভো আর মারলন স্যামুয়েলসের দিকে তাকিয়ে থাকবেন। দ্বৈতের শিরোপা এলিনা-নাবিলার সামার ওপেন ব্যাডমিন্টনের মহিলা দ্বৈত স্পোর্টস রিপোর্টার ॥ একজনকে হারিয়ে একই সঙ্গে দু’জনের প্রতিশোধ! এমন ঘটনাই ঘটেছে শনিবার, ঢাকার পল্টনের শহীদ তাউজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে। সামার ওপেন (র‌্যাঙ্কিং) ব্যাডমিন্টনের মহিলা দ্বৈতের ফাইনালে কাওয়াসাকি ব্যাডমিন্টন ক্লাবের শাপলা আক্তার-দুলালী হালদার জুটিকে ২১-১৭, ২১-১৩ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হন বাংলাদেশ সেনাবাহিনীর এলিনা সুলতানা-নাবিলা জামান জুটি। আগেরদিন এককের ফাইনালে শাপলার কাছে হেরেছিলেন এলিনা। এর আগে এলিনার দ্বৈতের সঙ্গী নাবিলাকেও হার মানতে হয়েছিল এই শাপলার কাছে, কোয়ার্টার ফাইনালে। সেই শাপলাকে হারানোর আরেকটা মওকা পাওয়া যায় দ্বৈতের ফাইনালে। সেটা ভালমতোই কাজে লাগান এলিনা-নাবিলা। মেয়েদের শীর্ষ দুই জুটির লড়াই বেশ জমে উঠেছিল। এক পর্যায়ে দ্বিমুট জেতার সম্ভাবনা জাগিয়ে এগিয়ে গিয়েও শাপলা পারেননি তা ধরে রাখতে। হেরে যান দুলালীকে নিয়ে।
×